ঘাসখেকো ডাইনোসররা

ডাইনোসরদের সাধারণত হিংস্র মাংসখেকো ও শিকারি সরীসৃপ হিসাবে চিহ্নিত করা হয়। অন্তত বিভিন্ন চলচ্চিত্রে আমরা এমনটাই দেখেছি। তবে বিশ্বাস করুন আর না করুন, মোট ডাইনোসরদের মাত্র ৩৫ শতাংশ ছিল মাংসাশী। বাকি ৬৫ শতাংশই ছিল তৃণভোজী।

ডাইনোসরের মতো অতিকায় প্রাণীর তৃণভোজী হওয়ার পেছনে এদের দাঁত ও পরিপাকতন্ত্রের অভিযোজন একটা বড় কারণ। সাধারণত চ্যাপ্টা দাঁতের কারণে তৃণভোজী ডাইনোসররা বেশি পরিচিত ছিল। এরা দাঁতের সাহায্যে চিবিয়ে সহজে খাবার হজম করতে পারত। এই ডাইনোসরের জীবাশ্ম থেকে প্রাণীটির খাবারের তালিকা বোঝা যায়। চলুন, এরকম কিছু ঘাস খাওয়া ডাইনোসরদের ব্যাপারে জানা যাক।

১. সৌরপডস

সৌরপডসের শ্রোণির আকার ছিল টিকটিকির মতো। ঘাড় লম্বা এবং কশেরুকা বড়। এরা না চিবিয়েই গাছের পাতা খেত। কিন্তু এতে খাবার পরিপাকে কোনো সমস্যা হতো না। পৃথিবীতে বিচরণকারী বৃহত্তম ডাইনোসর হিসাবে পরিচিত ছিল সৌরপডস।

২. অর্নিথিশিয়ান

এদের শ্রোণির ছিল পাখিদের মত। পেছনের পায়ে চলাফেরা করত। এই প্রজাতির কিছু ডাইনোসরের চোয়াল এবং দাঁত ছিল পাখির মতো। অন্য প্রাণীদের তুলনায় এদের অন্ত্র ছিল বড়। দেহও ছিল বিশালকার।  

৩. ডিপ্লোডোকাস

সবচেয়ে বেশি পরিচিত তৃণভোজী ডাইনোসরগুলির মধ্যে একটি ডিপ্লোডোকাস। এদের ঘাড় লম্বা এবং চারপায়ে চলাফেরা করত। এরাও সৌরপোড পরিবারের সদস্য। এদের বাস ছিল পশ্চিম উত্তর আমেরিকায়। জুরাসিক যুগের শেষের দিকের এদের চেয়ে লম্বা গলার ডাইনোসর আর দেখা যায়নি। গলা লম্বা হওয়ায় গাছের পাতা খেতে সুবিধা হতো। চলচ্চিত্রেও ডিপ্লোডোকাস খুব জনপ্রিয় প্রাণী। 

৪. স্টেগোসরাস

ক্রিটেসিয়াস যুগের প্রথম দিকে সবচেয়ে বড় তৃণভোজী প্রাণী ছিল স্টেগোরাস। কল্পবিজ্ঞান বা সিনেমার জন্য স্টেগোরাস ডাইনোসর আমাদের কাছে বেশ পরিচিত। লেজের স্পাইকগুলোর কারণে এদের সহজে চেনা যায়। এটি টাইরানোসরাস রেক্সের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারত।

৫. জিরাফাটাইটান

প্রায় একশ পঁয়তাল্লিশ মিলিয়ন বছর আগে এরা আফ্রিকায় বাস করত। জিরাফাটাইটানকে দেখতে অনেকটা ব্র্যাকিওসরাসের মতো। জীবাশ্ম হিসেবে জিরাফাটাইটানের পাঁচটি কঙ্কাল পাওয়া গেছে। সেই কঙ্কাল থেকে একটি সম্পূর্ণ জিরাফটাইটানের কঙ্কাল বানানো সম্ভব হয়েছে। 

লেখক: শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, কাজেম আলী হাই স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

সূত্র: ডাইনোসর ডাটাবেস, অ্যাটলাস অবসকুরা ডট কম