দেহের অণুচক্রিকা কমলে করণীয় কী​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

অণুচক্রিকা হলো রক্তের একধরনের ক্ষুদ্র কণিকাছবি: সংগৃহীত

প্রশ্ন :

দেহে যদি অণুচক্রিকার পরিমাণ কমে যায়, তাহলে করণীয় কী? ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

অণুচক্রিকা হলো রক্তের একধরনের ক্ষুদ্র কণিকা। ইংরেজিতে বলি প্লেটলেট। এটা গোলাকার হতে পারে আবার ডিম্বাকার বা রড আকৃতির হতে পারে। এর নিউক্লিয়াস থাকে না। অণুচক্রিকা অস্থিমজ্জা বা বোনম্যারো থেকে তৈরি হয়। এর স্বাভাবিক সংখ্যা রক্তের প্রতি মাইক্রোলিটারে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। রক্তকণিকা প্রধানত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাই এর মাত্রা কমে গেলে রক্তক্ষরণে কারও মৃত্যু পর্যন্ত হতে পারে। ইদানীং অণুচক্রিকার বিষয়টি বেশি আলোচিত হচ্ছে। কারণ, ডেঙ্গু রোগে অনেক সময় রক্তের অণুচক্রিকা কমে যায়। রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এটা হয় মূলত রক্তক্ষরণের কারণে। অন্য কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও এটা হতে পারে। অণুচক্রিকা কমে গেলে বিশেষ ব্যবস্থায় সংগৃহীত রক্তের লোহিত কণিকা বা অণুচক্রিকা ব্লাডব্যাংক থেকে নিয়ে রোগীর দেহের ধমনিতে সরবরাহ করা হয়।

প্রশ্নটি করেছে চিটাগাং আইডিয়াল হাইস্কুলের ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​এস এম আহসান হাবীব

*লেখাটি ২০২২ সালে বিজ্ঞানচিন্তার জুন সংখ্যায় প্রকাশিত