প্রশ্ন: সূর্যমুখী ফুল কেন সূর্যের দিকে তাকিয়ে থাকে?
ইয়াসির আরাফাত, ঠিকানাহীন
উত্তর: এটা সূর্যমুখী ফুলের সতেজ থাকার জন্য একটি বিশেষ ব্যবস্থা। সকালের পর ধীরে ধীরে সূর্য পূর্বাকাশ থেকে মধ্যাকাশের দিকে যায়। এই সময় সূর্যমুখী ফুলও সূর্যের দিকে মুখ রেখে ধীরে ধীরে ঘুরতে থাকে। এটা ফুলের সতেজ থাকার একটি নিজস্ব ব্যবস্থা। সারা দিন যেন সূর্যের আলো পাওয়া যায়, সে জন৵ই এ রকম হয়।
উত্তর দিয়েছেন আব্দুল কাইয়ুম, সম্পাদক, বিজ্ঞানচিন্তা