মস্তিষ্ক ভাসমান
মস্তিষ্ক প্রায় ১৫০ মিলিলিটার পরিমাণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামে একধরনের তরলে ভাসমান, যা শক অ্যাবজরবার হিসাবে কাজ করে।
মস্তিষ্কের ওজন মাত্র ২ শতাংশ!
মস্তিষ্কের ওজন প্রায় ১.৩-১.৪ কেজি, আমাদের দেহের ওজনের মাত্র ২ শতাংশ।
মস্তিষ্কের কোন অংশের কাজ কী
মস্তিষ্ক ৩টি প্রধান অংশ নিয়ে গঠিত—সেরেব্রাম, সেরিবেলাম ও ব্রেন স্টেম। সেরেব্রাম মানবদেহের বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা ও অনুভূতি নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম নড়াচড়া ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর ব্রেন স্টেম নিয়ন্ত্রণ করে দেহের রিফ্লেক্স বা প্রতিক্রিয়া।
মস্তিষ্ক ভাসমান
মস্তিষ্ক প্রায় ১৫০ মিলিলিটার পরিমাণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নামে একধরনের তরলে ভাসমান, যা শক অ্যাবজরবার হিসাবে কাজ করে।
মানুষের মস্তিষ্ক শিম্পাঞ্জির চেয়েও বড়!
মানুষের মস্তিষ্ক ওজন ও আয়তনে শিম্পাঞ্জির মস্তিষ্কের চেয়ে প্রায় তিন গুণ বড়।
বয়স যখন তিন
৩ বছর বয়সী শিশুর মস্তিষ্কের আকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আকারের ৮০ শতাংশের সমান।
সিন্যাপ্স
১০০ ট্রিলিয়নের বেশি সিন্যাপ্স বা সংযোগ রয়েছে মস্তিষ্কের কোষগুলোর মধ্যে।