বাঘে কুমিরে যুদ্ধ: সনির চোখে বিশ্বসেরা ছবি 

সম্প্রতি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৪-এর ওয়াইল্ডলাইফ ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাঘে-কুমিরের যুদ্ধের এ ছবি ওয়াইল্ডলাইফ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। তবে সব ক্যাটাগরি মিলিয়ে কোন ছবিটি সেরা হলো, তা জানা যাবে ১৮ এপ্রিল। এ প্রতিযোগিতায় ১০ ক্যাটাগরিতে মোট ৩ লাখ ৯৫ হাজারের বেশি ছবি জমা পড়েছে। সেখান থেকে ওয়াইল্ডলাইফ ক্যাটাগরির বাছাইকৃত সেরা ৭টি ছবি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশিত হলো।

১ / ৭

১. বাঘে-কুমিরে যুদ্ধ

ব্রাজিল থেকে ছবিটি তুলেছেন যুক্তরাজ্যের অধিবাসী ইয়ান ফোর্ড। বিজয়ী এই আলোকচিত্রি ব্রাজিলে ঘুরতে গিয়েছিলেন। ফিরে আসার আগ মূহূর্তে দূরে একটা জাগুয়ার (একধরনের বাঘ) দেখতে পান। সেটাকে অনুসরণ করে নৌকা ও ক্যামেরা নিয়ে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে অবস্থান নেন ইয়ান ও তাঁর দল। নারী জাগুয়ারটি যখন কুমিরের ওপরে হামলা করে, ঠিক সেই সময়ের ছবি এটি। এই ছবিটাই ২০২৪ সালের ওয়াইল্ড লাইফ ক্যাটাগরিতে সেরা ছবির মর্যাদা পেয়েছে।

২ / ৭

২. ভোঁদড় নাচ

পানির নিচে ভোঁদড়ের এই ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের জোনাথন ম্যাকসোয়াইন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যাডওয়েল চিড়িয়াখানা (Cladwell zoo) থেকে ভোঁদড় নাচের এ ছবি তোলা হয়েছে।

৩ / ৭

৩. বকের ঠোঁটে পুঁচকে মাছ

আলাবামার ম্যাডিসনের জলাভূমি থেকে ছবিটি তুলেছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টোফার বেকার। একটি নীল হেরন (বক জাতীয় পাখি) মাছটি খাওয়ার ঠিক আগ মূহূর্তে ছবিটি তোলা হয়েছে। 

৪ / ৭

৪. থ্রি মাস্কেটিয়ার্স

তুষার ঝড়ের সময় এই তিন পুরুষ মাসকক্সের পোট্রেট ছবিটি তুলেছেন সুইজারল্যান্ডের ক্রিস শ্মিড। দেখে মনে হচ্ছে যেন কাশ্মীরি উল পরে আছে।

৫ / ৭

৫. আমিই বনের রাজা

যেন রাজার বেশে বনে দাঁড়িয়ে আছে একটা পুরুষ ওরাংওটাং। ইন্দোনেশিয়া থেকে ছবিটি তুলেছেন ভারতের জয়প্রকাশ জোঘি। সাধারণত ওরাংওটাংরা মাটিতে নামে না। কিন্তু এটি মাটিতে নেমে পিঁপড়ার বাসা খুঁজছিল। তখনই ছবিটি তোলা হয়।

৬ / ৭

৬. মায়ের ভালোবাসা

ভারত মহাসাগর থেকে ছবিটি তোলা হয়েছে। একটি স্পার্ম হোয়েল মায়ের দুধ খাচ্ছে। ছবিটি তুলেছেন ভিয়েতনামের থিয়েন এনগোক। 

৭ / ৭

৭. সবার মাঝে সে অনন্য

একদল ওয়াইল্ডবিস্টের সঙ্গে হাঁটছে একটা জেব্রা। যেন সে-ই এখানকার রাজা। মালয়েশিয়ার পুই সান তাং কেনিয়ার মাসাই মারা থেকে ছবিটি তুলেছেন।