শুষ্ক অশ্রু

মানুষের চোখের জলের স্বাদ নোনতা। তবে অশ্রুর পেছনে এক জটিল প্রক্রিয়া কাজ করে। জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল মেডিসিনের রোগবিদ্যা বিভাগের পরিচালক নর্ম বার্কার। আলোর বিপরীত বিবর্ধন প্রক্রিয়া কাজে লাগিয়ে তিনি অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে মানুষের অশ্রুর ফোঁটার এই ছবিটি তুলেছেন। যতক্ষণ চোখের জল শুকিয়ে না যায়, ততক্ষণ তিনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে লক্ষ করলেন। তিনি দেখলেন, চোখের জলে লবণ ও অন্যান্য রাসায়নিক পদার্থ মিলিত হচ্ছে এবং দানা বেঁধে তুষার কণার মতো আকৃতি পেয়েছে। এই ছবিই ২০১৮ সালের নিকন ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।