ফটোফিচার
আজ বিশ্ব বন দিবস
প্রতিবছর ২১ মার্চ বিশ্ব বন দিবস পালিত হয়। বনাঞ্চল ও গাছপালার গুরুত্ব নিয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে পালন করা হয় দিনটি। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য গাছপালার বিকল্প নেই। পাশাপাশি বাড়িঘর, আসবাবপত্র এমনকি ওষুধের জন্যও আমরা বনের ওপর নির্ভরশীল।
১৯৭১ সালে ইউরোপিয়ান কনফেডারেশন অব এগ্রিকালচারের সাধারণ পরিষদে ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে প্রস্তাব করা হয়। এরপর ২০১২ সালে জাতিসংঘ ২১ মার্চকে বিশ্ব বন দিবস হিসেবে ঘোষণা করে। চলুন, এই দিনে বন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
পৃথিবীর স্থলভাগের ৩০ শতাংশ জুড়ে রয়েছে বন
পৃথিবীতে প্রায় ১ কোটি ৬০ লাখ বর্গ মাইল জুড়ে রয়েছে বন। এটি পৃথিবীর স্থলভাগের প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বন রয়েছে রাশিয়ায় (৭৮ লাখ বর্গ কিলোমিটার), ব্রাজিল (৪৮ লাখ বর্গ কিলোমিটার), কানাডা (৩১ লাখ বর্গ কিলোমিটার), যুক্তরাষ্ট্র (৩ লাখ বর্গ কিলোমিটার) এবং চীনে (১৮ লাখ বর্গ কিলোমিটার)। বাংলাদেশ বন অধিদপ্তরের তথ্যানুযায়ী, বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ ২৬ হাজার বর্গ কিলোমিটার।
পৃথিবীর অর্ধেকের বেশি উদ্ভিদ ও প্রাণী রয়েছে বনে
বনাঞ্চলে পৃথিবীর প্রায় ৮০ শতাংশের বেশি উদ্ভিদ ও প্রাণীর বাস। এর মধ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে আমাজন রেইন ফরেস্টে। এই বনে প্রতি হেক্টরে ৩০০টির বেশি প্রজাতির গাছ রয়েছে।
প্রাকৃতিক জলাশয় বন
প্রাকৃতিক জলাশয় হিসেবে কাজ করে বন। বনের গাছপালা প্রায় ৯৫ শতাংশ পানি শোষণ করে। পাশাপাশি মাটিও পানি ধরে রাখে। পরে এই পানি আবার বায়ুমণ্ডলে ফিরে আসে।
বনাঞ্চলও কার্বন নিঃসরণ করে!
বিগত ৩০ বছরে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে মানবজাতি যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত করেছে, গ্রীষ্মমণ্ডলীয় বনগুলো তার চেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে। তবে বনের এ কার্বন নিঃসরণ প্রাকৃতিক। কৃত্রিম কার্বন নিঃসরণ প্রকৃতির জন্য ক্ষতিকর। এটি প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দেয়।
পৃথিবীতে প্রায় ৬৩ হাজার প্রজাতির গাছ রয়েছে
আসলে পৃথিবীতে কত প্রজাতির গাছ আছে, তা সঠিকভাবে বলা মুশকিল। তবে বিজ্ঞানীদের হিসেব অনুসারে পৃথিবীতে প্রায় ৬৩ হাজার প্রজাতির গাছ আছে। আরও প্রায় ৯ হাজার প্রজাতির গাছে আছে, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনো জানেন না।