ফটোফিচার
প্রাণিজগতের অদ্ভুত ও মজার ৭ ছবি
‘নিকন কমেডি ওয়াইল্ডলাইফ অ্যাওয়ার্ড’ একটি বিখ্যাত ফটোগ্রাফি প্রতিযোগিতা। বিশ্বের নানা প্রান্তের বন্যপ্রাণীদের মজার ও হাস্যকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দী করে এখানে প্রকাশ করা হয়। প্রতিবছরের মতো এবারও বন্য প্রাণীর মজার ভঙ্গির ছবি তুলে জমা দিয়েছিলেন বিশ্বের নানা দেশের পেশাদার ও শখের ফটোগ্রাফাররা।
এই প্রতিযোগিতায় ৯টি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের মোট কয়েক হাজারের মতো ছবি জমা পড়েছে। এর মধ্য থেকে বেশ কিছু ছবি বাছাই করেছেন কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের বিচারকেরা। খুব শিগগিরই এ বছরের সেরা ছবি ঘোষণা করা হবে। এ প্রতিযোগিতায় নির্বাচিত কিছু মজার ছবি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশ ধরা হলো।
১. চলে যাও
ছবিটি জাপানে তোলা হয়েছে, যেখানে ফটোগ্রাফার অ্যানেট কারবি একটি সাদা সামুদ্রিক ঈগলের এক মজার মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ঈগলটি তার ধরা মাছটিকে একটি গর্তের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করছে। কারণ, অন্য একটি ঈগল তার কাছ থেকে মাছটি চুরি করতে আসছে। দ্বিতীয় ঈগলটিকে আসতে দেখে প্রথম ঈগলটির প্রতিক্রিয়া এত নাটকীয় যে মনে হচ্ছে সে বলছে, চলে যাও।
২. যাও একবার চেষ্টা করে দেখো
ছবিটি কমেডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৫-এর জন্য তুলেছেন ভার্গব শ্রীভারী। এ ছবিতে দুটি সিংহ শাবক খেলা করতে দেখা যাচ্ছে। এদের মধ্যে একটি শাবক যেন অন্যটিকে দুষ্টুমি করার জন্য উসকে দিচ্ছে। সব দেখে মনে হচ্ছে, একটি শাবক অন্যটিকে চ্যালেঞ্জ করছে বা দুষ্টুমি করার জন্য বলছে, ‘যাও একবার চেষ্টা করে দেখো গাছে উঠতে পার কি না!’
৩. বিশাল পাখির বাসা
দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানের স্কুকুজা ক্যাম্পের বাইরে তোলা ছবিটি। ছোট ময়না পাখি দুটিকে একটি বিশাল বাসা তৈরি করতে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে নিজেরাই নিজেদের তৈরি বিশাল বাসা দেখে অবাক হয়েছে। ছবিটি তুলেছেন ব্রায়ান হেম্পস্টেড।
৪. কার গলায় কত জোড়
ছবিটি তুলেছেন এমা পার্কার। দুটি মাডস্কিপার মাছ কাদার ভেতর থেকে পরস্পরকে নিজেদের গলার জোর দেখাচ্ছে।
৫. সুখী হরিণ
ছবিটি তুলেছেন জেরেমি ডুভেকট। হরিণটি মনের সুখে এদিক-সেদিক দৌড়াচ্ছিল। হঠাৎ করেই তাঁর দিকে এগিয়ে আসে। এমন আকস্মিক মুহূর্তে ছবি তোলার সুযোগ খুব কমই আসে, কিন্তু তিনি সেই সুযোগটি কাজে লাগাতে পেরেছেন। ছবিতে হরিণটির মুখভঙ্গি দেখে মনে হচ্ছে হাসছে।
৬. ঝাঁপ
দুর্দান্ত এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন মার্টিন শ্মিড। ছবিটি তিনি অ্যান্টার্কটিকায় যাওয়ার জাহাজ থেকে তুলেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, কিছু পেঙ্গুইন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেন তারা সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য অপেক্ষা করছে। এক জনের পর আরেকজন লাইন ধরে দাঁড়িয়েছে ঝাঁপ দেওয়ার জন্য।
৭. কমান্ডার
ছবিতে দেখা যাচ্ছে, একটি লাভা টিকটিকি একটি গ্যালাপাগোস সামুদ্রিক ইগুয়ানার পিঠে চড়ে বসেছে, যেন সে ইগুয়ানার কমান্ডার। ছবিটি তুলেছেন র্যাচেল ম্যাকিনটোশ।