ফটোফিচার
ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৫
প্রকৃতিপ্রেমীদের কাছে ‘ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ এক বিশেষ আকর্ষণ। প্রতি বছরের মতো এবারও প্রাণীকুলের অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি হয়েছে অসাধারণ কিছু ছবিতে। তবে ভিন্ন রুপে। শহুরে প্রাণীদের অদেখা কিছু দৃশ্য জায়গা করে নিয়েছে এবারের আসরে। এ প্রতিযোগিতায় ১০টি ক্যাটাগরিতে মোট ১৩ হাজারের বেশি ছবি জমা পরে। এ বছর ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির ১৩তম আয়োজন। ২০২৫ সালের সেরা বন্যপ্রাণীদের সেই ছবিগুলো থেকে বাছাইকৃত কয়েকটি বিজ্ঞানচিন্তার পাঠকদের জন্য প্রকাশিত হলো।
১. শহর পরিদর্শক
ফটোগ্রাফার সাইমন উইথম্যান তিন বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে এই শিয়ালটির পিছু নেন। শহরের আনাচে-কানাচে ঘুরে ওর বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারদর্শী শিয়ালটি। ফটোগ্রাফার উইথম্যান প্রায় দেড় বছর শিয়ালটির খোঁজ হারিয়ে ফেলেন। ২০২৩ সালে ছবিটি তোলার পর তিনি আর শিয়ালটিকে দেখেননি। তবে তাঁর আশা, শিয়ালটি হয়তো এখনো বেঁচে আছে। হয়তো নতুন বাচ্চা জন্ম দিয়েছে। এই ছবি উইথম্যানকে এনে দিয়েছে ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার সেরা পুরস্কার।
২. বৃষ্টির গর্জন
ফটোগ্রাফার পল ব্রাউনিং দক্ষিণ ইংল্যান্ডের একটি পার্কে সারাদিন ছবি তুলবেন বলে মনস্থির করেন। কিন্তু তাঁর সেই পরিকল্পনা ভেস্তে যায় বৃষ্টিতে। মন খারাপ করে ক্যামেরার শাটার স্পিডে বৃষ্টির ছবি তোলা শুরু করেন। ঠিক তখনই তাঁর ক্যামেরার ফ্রেমে চলে আসে একটি লাল হরিণ। বৃষ্টির মধ্যে গর্জন করছিল হরিণটি। প্রজনন মৌসুমে পুরুষ হরিণদের শক্তিপ্রদর্শন ও গর্জন স্বাভাবিক ঘটনা। সেই মুহূর্তটিই ক্যামেরাবন্দী করেন ব্রাউনিং। এই ছবিটি প্রাণীদের আচরণ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
৩. সড়ক পরিষ্কার
ইংল্যান্ডের শপিং মলের রাস্তায় কিছু কবুতর পড়ে থাকা খাবার খাচ্ছিল। তখন ১৭ বছর বয়সী বেন লুকাস পড়ে থাকা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাগের ভেতরে একটি গোপ্রো ক্যামেরা লুকিয়ে রাখেন। ছবিটি তুলতে পাশে থাকা একটি বেঞ্চের পেছনে অনেক সময় লুকিয়ে থাকতে হয় তাকে।
৪. পেখম মেলে নাচ
ইংল্যান্ডের ইয়র্কশায়ারে পাহাড় ডেকে গেছে গোলাপি, বেগুনি ফুলে। ফটোগ্রাফার বেন হল বেশ কিছুদিন এই অঞ্চল ঘুরে দেখছিলেন। তখন তাকে মুগ্ধ করে লাল গ্রাউস পাখির নাচ। দৃশ্যটি সে ক্যামেরাবন্দী করেন। ডানা মেলা পাখিটিকে দেখে মনে হয়, দুহাতে ধরে আছে তলোয়ার। ছবিটি পশু প্রতিকৃতি বিভাগে দ্বিতীয় হয়েছে।
৫. আলো ছায়া
ছবিতে প্রকৃতির চমৎকার সব ঘটনা দেখা যাচ্ছে। দূর পাহাড় মেঘ ছুঁয়েছে। সূর্যের আলোয় মনে হচ্ছে স্বর্ণের পাহাড়। কালো ধূসর মেঘ পুরো পাহারটিকে আলো ছায়ার মধ্যে রেখেছে। সামনে চারটি গাছ জ্বলজ্বল করছে। এদের মাথার ওপরে উঠেছে রংধনু। দুর্দান্ত ছবিটি তুলেছেন জেমস রডি।
৬. ডানা মেলেছে গ্যানেট
শিকার ধরতে বিশাল ডানা মেলে উড়াল দিয়েছে একটি গ্যানেট পাখি। এরা এদের চোখ ও ডানার জন্য বেশি আকর্ষণীয়। শিকার ধরতে বেশ পটু এরা। স্কটল্যান্ডের সাগরের তীর থেকে ছবিটি তুলেছে তরুণ ফটোগ্রাফার কিরণ সিম্পসন।
৭. বিশ্রাম
লেকের পানিতে সাঁতার কেটে ব্যস্ত রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছে রাজহাঁস। পেছন দিয়ে চলে যাচ্ছে বাস। তবে সে সতর্ক। কারণ, লেকের পানিতে তখন ওর বাচ্চাগুলো সাঁতার কাটছে। বহু বছর ধরে এই হাঁস দম্পতিকে দেখেছেন ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন।