মেমোরি লস কেন হয়

প্রশ্ন ১: মেমোরি লসের ক্ষেত্রে স্নায়ুর কি কোনো সম্পর্ক আছে?

প্রশ্ন ২: কোনো স্নায়ুর কারণে কি মেমোরি লস হয়?

হুমায়রা জাহান, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

উত্তর: দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে দিই। মস্তিষ্কের হিপোক্যামপাস এলাকার নিউরন বা স্নায়ুগুলোই মূলত আমাদের মেমোরি বা স্মৃতি সংরক্ষণ করে। এই এলাকার নিউরনগুলো ডিজেনারেশন বা ক্ষয়প্রাপ্ত হলে স্মৃতি ধ্বংস হয় বা মেমোরি লস হয়। নিউরনগুলোর মধ্যবর্তী সংযোগস্থলকে বলে সিন্যাপস। এতে কিছু বিশেষ রাসায়নিক বা নিউরোট্রান্সমিটারের আদান–প্রদান ঘটে। স্মৃতি সংরক্ষণের জন্য বিশেষ নিউরোট্রান্সমিটার হলো এসিটাইলকোলিন। ডিমেনশিয়া বা স্মৃতি ধ্বংসের রোগীদের কেবল নিউরনগুলো ক্ষয় হয়, এমন নয়। এই এসিটাইলকোলিন নামের উপাদানেরও অভাব ঘটে বা অকার্যকর হয়ে পড়ে।

উত্তর দিয়েছেন তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত