প্রজাপতির ১০ রহস্য

নিঃসন্দেহে প্রজাপতি এই গ্রহের অন্যতম সুন্দর প্রাণী। তাই সম্ভবত সবাই কম-বেশি প্রজাপতি পছন্দ করেন। সব প্রাণীরই কিছু রহস্য থাকে। প্রজাপতিও তার ব্যতিক্রম নয়। সে রহস্যই জানার চেষ্টা করি। 

১ / ১০

হাতে প্রজাপতি বসা মানেই সৌভাগ্য নয় 

কোনো প্রজাপতি আপনার হাতে বসার মানেই এই নয় যে প্রজাপতিটি আপনাকে পছন্দ করেছে। আসলে প্রজাপতিটি নিজের কার্যসিদ্ধির জন্য আপনার হাতে বসেছে। আমাদের শরীরের ঘাম ও রক্তের গন্ধ প্রজাপতিকে আকৃষ্ট করে। এরা আমাদের ত্বকের পুষ্টি শুষে নেয়। প্রজাপতি কাজটি করে খুব সুক্ষভাবে। তাই খুব কম মানুষই ব্যাপারটা লক্ষ্য করেন। তবে মানুষের শরীরের পুষ্টি ছাড়াও প্রজাপতিরা ফুল থেকে অমৃত সংগ্রহ করে। পুকুর থেকে পান করে পানি।

২ / ১০

মানবমূত্রের প্রতি ঝোঁক

শুধু ফুল থেকে পর্যাপ্ত সোডিয়াম পায় না প্রজাপতি। ফলে নোনতা জিনিসের প্রতি এরা আকৃষ্ট হয়। কিছু প্রজাতির প্রজাপতি মানুষের ইউরিন বা মূত্রের প্রতি আকৃষ্ট হয়। কারণ, মূত্রে সোডিয়াম থাকে। এমনকি এরা প্রয়োজনীয় সোডিয়াম পেতে সরীসৃপের অশ্রুও পান করে। 

৩ / ১০

পচা খাবার পছন্দ করে 

কিছু প্রজাতির প্রজাপতি ফেলে দেওয়া পচা খাবারের প্রতি আকৃষ্ট হয়। সেটা হতে পারে কোনো ফল কিংবা মাংসের টুকরা। অনেক সময় মল ও মৃত প্রাণীর দেহেও এদের দেখা পাওয়া যায়। কারণ এগুলো থেকে প্রজাপতিরা লবণ, শর্করা ও প্রোটিন গ্রহণ করে। 

৪ / ১০

মাংসাশী প্রজাপতি!

প্রজাপতি সাধারণত তৃণভোজী হয়। তবে অবাক করা তথ্য হলো, হেলিকোনিয়াস ক্যারিথোনিয়া (Heliconius charithonia) প্রজাতির প্রজাপতি দেখতে নির্দোষ হলেও এরা মাংস খায়। তবে সেটা নিজেদের কলোনির মধ্যে। মানে এরা বেঁচে থাকার জন্য অনেক সময় শুঁয়োপোকা হত্যা করে খায়। মূলত শুঁয়োপোকা পরিণত হলে রূপান্তরিত হয় প্রজাপতিতে। অর্থাৎ বলতে পারেন, প্রজাপতি নিজের ভাইবোনদের হত্যা করে খায়। 

৫ / ১০

বাচ্চা দেখা-শোনায় পিঁপড়া নিয়োগ

ম্যাকুলিনিয়া রেবেলি (Maculinea rebeli) প্রজাতির প্রজাপতিরা বাচ্চা দেখা-শোনার জন্য সত্যিই পিঁপড়াদের নিয়োগ দেয়। প্রজাপতি লার্ভাবস্থায় (শুঁয়োপোকা) থাকাকালীন এদের পিঁপড়ার হাতে তুলে দেওয়া হয়। এ জন্য পিঁপড়ার ওপর একধরনের রাসায়নিক নিঃসরণ করে প্রজাপতি। ওই রাসায়নিকের প্রভাবে ছোট শ্রমিক পিঁপড়াগুলো শুঁয়োপোকাকে তুলে নিয়ে যায় তাদের কলোনিতে। সেখানে রাজার হালে রাখে শুঁয়োপাকাকে। নিজেরাই খাবার সংগ্রহ করে খাওয়ায়। কখনো খাবারের কমতি দেখা দিলে নিজের বাচ্চাকে খাদ্য হিসেবে দিতেও দ্বিধা করে না!

৬ / ১০

প্রজাপতির মলত্যাগের শব্দ শোনা যায়

শুঁয়োপোকা প্রচুর খায়। বলতে গেলে, সব সময় খেতেই থাকে। খায়, আর মলত্যাগ করে। যখন একই জায়গায় অনেক শুঁয়োপোকা মলত্যাগ করে, তখন শব্দ শোনা যায়। জঙ্গলে এদের মলত্যাগের শব্দ বৃষ্টির মতো শোনায়। 

৭ / ১০

বিষাক্ত প্রজাপতি

কিছু প্রজাপতি আছে, যেগুলো বিষাক্ত। তবে মানুষ কিংবা বড় কোনো প্রাণীকে মেরে ফেলার মতো বিষাক্ত প্রজাপতি নেই। শুধু হাত দিয়ে প্রজাপতি স্পর্শ করলেও আপনার কোনো ক্ষতি হবে না। তবে কোনো কারণে প্রজাপতিকে কামড় দেওয়ার চেষ্টা করবেন না। পরে অনুশোচনা হতে পারে। কারণ এরা কিছু বিষাক্ত উদ্ভিদ খায়। প্রাপ্তবয়ষ্ক হলে, অর্থাৎ প্রজাপতিতে রূপান্তরিত হলেও এই বিষ কিছুটা থেকে যায় প্রজাপতির শরীরে। তবে স্বাভাবিক জ্ঞান থাকা কোনো মানুষ নিশ্চয়ই নিজ ইচ্ছায় প্রজাপতিকে কামড়ে দেবে না! তাই ভয়ের কোনো কারণ নেই। 

৮ / ১০

ঠান্ডায় প্রজাপতি উড়তে পারে না

প্রজাপতির ওড়ার জন্য শরীরের তাপমাত্রা থাকতে হয় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। এরা যেহেতু শীতল রক্তবিশিষ্ট প্রাণী, তাই নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের কম থাকলে এরা উড়তে পারে না। 

৯ / ১০

প্রজাপতি মাত্র কয়েক সপ্তাহ বাঁচে

একটি প্রাপ্তবয়স্ক প্রজাপতির গড় আয়ু প্রায় ৩-৪ সপ্তাহ। তবে জন্মের পর থেকে হিসেব করলে প্রজাতিভেদে প্রায় ২ থেকে ৮ মাস পর্যন্ত বাঁচে। জীবনের বেশির ভাগ কাটে শুঁয়োপোকা হিসেবে। তবে মাত্র ২৪ ঘণ্টা বাঁচে, এমন প্রজাপতিও আছে। আবার উত্তর আমেরিকায় মোনাক প্রজাতির প্রজাপতি বাঁচে প্রায় ৮ মাস। 

১০ / ১০

প্রজাতির ডানা ২টি নয়, ৪টি

প্রজাপতির সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ এদের ডানা। কিন্তু দেখতে দুটি মনে হলেও, আসলে এদের চারটি ডানা রয়েছে। ভালো করে খেয়াল করলে দেখবেন, প্রজাপতির দুটি ডানা সামনে, আর দুটি পেছনে। সামনের ও পেছনের ডানা মিলে একটি ডানা মনে হয়। 

সূত্র: টপ টেন অ্যানিমেল ডট কম, থটকো ডট কম