চুল কামালে কমে না বাড়ে?

কেউ কেউ তাঁর চুল কমে যাচ্ছে বলে মাথা নিয়মিত কামান। তাঁদের বিশ্বাস, নতুন চুলগুলো নবপল্লবের মতো বেড়ে উঠবে ঘন আর বেশি কালো হয়ে। কিন্তু চিকিত্সাশাস্ত্রীয় অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, এই কামানোর কোনো প্রভাব চুল বাড়া বা কমার ক্ষেত্রে মোটেও নেই। কিন্তু তারপরও এই বিশ্বাসটা টিকে আছে কীভাবে?

আসলে কেউ মাথা কামালে চুলের মৃত অংশটুকু তারা চেঁছে ফেলে দেন। হেয়ার ফলিকল, মানে যা থেকে চুলটা গজায়, তা রয়ে যায় চামড়ার নিচে, সেটা কিন্তু ব্লেড স্পর্শ করে না। অবশ্য করলেও সেটা ভালো কিছু না হয়ে মন্দই হতো। এই হেয়ার ফলিকল রিজেনারেশন করে দেহের স্টেম সেল, সেটা আবার নিয়ন্ত্রিত হয় দেহের ডিএনএ দ্বারা। চুল গজানোর পুরো ব্যাপারটাই তাই দেহের অভ্যন্তরীণ ব্যাপার, মাথা কামালে তাই সেটার ব্যত্যয় ঘটবে না।

কিন্তু কেউ যখন মাথা শেভ করেন, তখন যে নতুন চুলগুলো গজায়, সেগুলো তখনো বাইরে রোদ, আলো-বাতাসে ক্ষয়ে যায়নি, ধুলাবালুতে জর্জরিত হয়নি, রংটাও থাকে পাকা। আর তার পুরোনো অংশটা যেহেতু ফেলে দেওয়া হয়েছে, তাই এই নবকেশদাম বেশ দৃষ্টিগোচরও হচ্ছে। তাই কেউ মাথা কামিয়ে যখন এই অঙ্কুরের মতো চুলগুলো দেখেন, তখন খুশি হয়ে ভেবে বসেন, কামিয়েই বোধ হয় চুলটা বাড়িয়েছি!