টিকটিকি কীভাবে দেয়ালে চলাফেরা করে?

আমাদের বাসাবাড়িতে দেয়ালে লাইটের কাছে টিকটিকি দেখা যায়। দিব্যি হাঁটা চলা করতে পারে খাড়া দেয়ালে। কিন্তু কীভাবে ঝুলে থাকে দেয়ালে। খাড়া দেয়ালে টিকটিকির এমন স্বাচ্ছন্দ বিচরণের বিজ্ঞানটা কী?

বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে, টিকটিকির পায়ের নিচে থাকে লাখ লাখ চিকন চুলের মতো তন্তু। এই তন্তুকে বলা হয় সিটা। সিটার মাথায় থাকে আরও অসংখ্য তন্তু। যখন টিকটিকি দেয়ালে হাঁটে, তখন দেয়ালের অণু আর টিকটিকির পায়ের তন্তুগুলোর অণুর মধ্যে একধরনের বল কাজ করে। এই বলকে বলা হয় ভ্যানডার ওয়ালস বল। ভ্যানডার ওয়ালস বল খুবই দুর্বল একটি বল। যেহেতু টিকটিকির পায়ের তন্তু লক্ষাধিক আর দেয়ালের অণুর সংখ্যাও অনেক বেশি তাই দুইয়ের মধ্যে ভ্যানডার ওয়ালস বলও অত্যন্ত বেশি হয়। তাই টিকটিকি সহজেই দেয়ালে আটকে থাকতে পারে।

কিন্তু আটকে থাকলে আবার চলে কীভাবে? টিকটিকির এক অসাধারণ ক্ষমতা আছে। টিকটিকি ইচ্ছেমতো ভ্যানডার ওয়ালস বল নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে শুধু এক জায়গায় ঝুলেই থাকতে পারে না; বরং হেঁটেও বেড়াতে পারে।

টিকটিকির পায়ে যে সিটা আছে তার শক্তিও ভয়াবহ। টিকটিকির সবগুলো সিটা একত্রে ব্যবহার করতে পারলে একটি ছোট টিকটিকি মোটামুটি ২৮৬ পাউন্ড ওজনের একজন মানুষকে তুলে ধরতে পারে। কিন্তু টিকটিকি তার সবগুলো সিটা একই সঙ্গে ব্যবহার করতে পারে না। ফলে একটি টিকটিকি বাস্তবে মাত্র ৪.৪ পাউন্ড ভার বহন করতে পারে।