ডিএনএর রসায়ন

ডিএনএ এক ধরনের দ্বিসূত্রক পলিমার, অনেকগুলো নিউক্লিওটাইড একক দিয়ে গঠিত। নিউক্লিওটাইডগুলো আবার ৩টি ভিন্ন ধরনের যৌগ দিয়ে গঠিত। সুগার বা চিনি, ফসফেট এবং ক্ষার। এই ক্ষার আবার চার ধরনের। অ্যাডেনিন (A), থাইমিন (T), গুয়ানিন (G) এবং সাইটোসিন (C)। ক্ষারগুলোর মধ্যে থাকে হাইড্রোজেন বন্ধন। এই বন্ধন সুতো দুটোকে একসঙ্গে ধরে রাখে। এর মধ্যে অ্যাডেনিন (A) সবসময় থাইমিনের (T) সঙ্গে যুক্ত হয়। আর গুয়ানিন (G) সবসময় সাইটোসিনের (C) সঙ্গে যুক্ত হয়।

ডিএনএর এই দ্বিসূত্রক গঠন আবিষ্কারের জন্য ১৯৬২ সালের ১৮ অক্টোবর শারীরতত্ত্ব ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী ডা. জেমস ওয়াটসন এবং ডা. ফ্রান্সিস ক্রিক।

সূত্র: কম্পাউন্ড ইন্টারেস্ট