মানবদেহের বিস্ময়কর ছবি

ছবিতে দেখা যাচ্ছে বিপিএই (BPAE) কোষের অভ্যন্তরে মাইক্রোটিবুলস। নীল সবুজ অংশটি নিউক্লিয়াস। ইমেজ স্ক্যানিং মাইক্রোস্কোপের সাথে কনফোকল মাইক্রোস্কোপ ব্যবহার করে এই চিত্রটি তৈরি করেছেন জেসন কার্ক। ছবিটি ২০২০ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় ৭ম হয়েছে।
নিকন স্মল ওয়ার্ল্ড ডট কম
হিপোক্যাম্পাল নিউরণের (মস্তিষ্কের কোষ) মধ্যে সম্পর্ক। ছবিটি তৈরি করেছেন জেসন কার্ক ও কুইন গুইন। ছবিটি ২০২০ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় ৯ম হয়েছে।
নিকন স্মল ওয়ার্ল্ড ডট কম
মানুষের একটি চুল। আরো স্পষ্ট করে বললে, এটি রবার্ট ভিয়েরথেলাররের মেয়ের চুল। ভিয়েরথেলারর-ই ছবিটি তৈরি করেছেন। ছবিটি ২০২০ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় ১২ তম হয়েছে।
নিকন স্মল ওয়ার্ল্ড ডট কম
রেটিনার মাঝে মানুষের রক্তনালী দেখা যাচ্ছে। ছবিটি তৈরি করেছেন ড. নিকোলসের কুয়েঙ্কা ও ইসাবেল ওড়তুও-লিজারান। ছবিটি ২০২০ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় ৪৫ তম হয়েছে।
নিকন স্মল ওয়ার্ল্ড ডট কম
টিস্যু কালচার কোষ থেকে বিচ্ছুরিত মাইক্রোটিবুলস। এই ছবিটিও তৈরি করেছেন জেসন কার্ক। ছবিটি ২০২০ সালের ফটোমাইক্রোগ্রাফি প্রতিযোগিতায় ৫৯ তম হয়েছে।
নিকন স্মল ওয়ার্ল্ড ডট কম