জামাল নজরুল ইসলামের জন্ম ১৯৩৯ সালে। দেশের বাইরে জে. এন ইসলাম নামে পরিচিত এই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। দীর্ঘ ৪০ বছর আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন তিনি। বিদেশের অনেক সুযোগ-সুবিধাসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ ছেড়ে মাতৃভূমির মায়ায় ফিরে আসেন দেশে। মাত্র ১ হাজার ৮০০ টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগ দেন। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তাঁর দ্য আল্টিমেট ফেট অব ইউনিভার্স এবং দ্য ম্যাথেমেটিক্যাল কসমোলজি বই দুটি বিশ্বব্যাপী সমাদৃত। দেশে ফিরে বিগ ব্যাং নিয়ে কথা বলেছিলেন বিজ্ঞান লেখক মুনির হাসানের সঙ্গে। সেই কথামালা রয়েছে মহাবৃত্তের এই সংখ্যায়।
কবিতা ও গানের অন্যতম অনুষঙ্গ জোছনা। গানে কখনো ‘মোম জোছনা’র কথা বলা হয়, কখনো আবার কবিতায় বলা হয় ‘নীল জোছনা’র কথা। বিজ্ঞানেও আছে ‘ব্লু মুন’। আজ থেকে কয়েক বছর আগে ‘ব্লু মুন’ দর্শনের আয়োজন হয়েছিল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে। হাজার হাজার মানুষ অংশ নিয়েছিল এ আয়োজনে। সেই স্মৃতিচারণ করেছেন ডাক্তার ও লেখক শাহনাজ পারভীন পান্না।
শিল্প আর বিজ্ঞান কি পাশাপাশি চলে? এদের গতিপথ কি আলাদা, নাকি চলে একই সমান্তরালে? বিষয়টির ধারণা পেতে পারেন সুমনা বিশ্বাসের ‘শিল্প ও বিজ্ঞান-নতুন উপলব্ধি’ লেখায়। সৃষ্টির শুরু থেকে নিজের জীবনের রহস্য খুঁজে চলেছে মানুষ। বিস্তর গবেষণা করেছেন বিজ্ঞানীরা, এখনো করছেন। মানব জীবনের রহস্য নিয়েও রয়েছে বেশ কিছু লেখা। আলোর চেয়েও দ্রুত চলতে পারে, এমন কোনো কণার নাম শুনেছেন? হ্যাঁ, অনুমানমূলক কণা ট্যাকিয়ন আলোর চেয়েও দ্রুত চলতে পারে। এই কণা সম্পর্কেও জানা যাবে এ সংখ্যায়।
আচ্ছা, এমন কোনো বার্তাবাহক কি নেই যে এই সৌরজগতের মধ্যকার শুধু নয়, বিশ্বের দূরতম প্রান্তে ঘটে যাওয়া যেকোনো ঘটনার খবর মুহূর্তের মধ্যে আমাদের কাছে পৌঁছে দেবে? ডার্কম্যাটার নিয়ে আগ্রহ আছে অনেকের। আলোর খোঁজ করতে করতে গত শতাব্দীর শেষভাগে জ্যোতির্বিজ্ঞানীরা এই গুপ্ত বস্তু খুঁজতে শুরু করেন। খোঁজ কি মিলেছে? পৃথিবী কয়েক সেকেন্ডের জন্য অক্সিজেন শূন্য হয়ে গেলে কী ঘটবে? ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্য, ভূমধ্যসাগরের গভীরে এমন কয়েকটি প্রাণী খুঁজে পাওয়া গেছে, যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। এসব নিয়ে বিস্তারিত জানা যাবে এই সংখ্যায়।
স্টিফেন হকিংয়ের বক্তৃতা থেকে লিখেছেন সেলিম মোজাহার। সেখানে হকিংয়ের জীবনের নানা অনুসন্ধিৎসু প্রশ্নের উত্তর উঠে এসেছে। এই সবকিছুর পাশাপাশি ২০২২ সালে বিজ্ঞানে নোবেল পুরস্কারের ব্যাপারে বিস্তারিত জানা যাবে মহাবৃত্তে।
একনজরে
মহাবৃত্ত (অক্টোবর-ডিসেম্বর ২০২৪)
সম্পাদক: আসিফ
প্রচ্ছদ: আহসান হাবীব
মূল্য: ২৫০ টাকা
পরিবেশক: পুঁথি