জামাল নজরুল ইসলামের জীবনকর্ম

এই বইয়ে খুঁজে পাওয়া যাবে একজন ব্যক্তি জামাল নজরুলকে। ১৯৮৪ সালে যখন তিনি দেশে ফিরে আসেন, তখন পদার্থবিদ অধ্যাপক হারুন-অর-রশিদ পরামর্শ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার জন্য। কিন্তু তিনি তাঁর নিজ এলাকা চট্টগ্রামে থাকতে বদ্ধপরিকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পদ না থাকায় গণিত বিভাগেই চলে আসেন। চট্টগ্রামে নানা সীমাবদ্ধতার পরেও ঢাকার সুবিধা তিনি আমলে নেননি। যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উঁচু পদ ফেলে, মোটা বেতন ফেলে দেশে চলে এলেন, তাঁকে সামান্য কিছু কি আর দমাতে পারবে?

বিশ্বনন্দিত বিজ্ঞানী ।। জামাল নজরুল ইসলাম ।। শরীফ মাহমুদ সিদ্দিকী ।। প্রকাশক: অনুপম ।। প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৪ ।। পৃষ্ঠা: ১৪৪ ।। দাম: ২০০ টাকা

শরীফ মাহমুদ ছিদ্দিকী ছিলেন জামাল নজরুল ইসলামের ছাত্র। জামাল নজরুল ইসলামকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। ২০১৩ সালে জ্যোতিঃপদার্থবিদ অমল কুমার রায়চৌধুরীকে নিয়ে একটি বই লিখেছিলেন। নাম বাংলার আইনস্টাইন অমল কুমার রায়চৌধুরী। বইটি জামাল নজরুল ইসলাম আদরের সঙ্গে গ্রহণ করেছিলেন এবং এর জন্য একটি সুন্দর ভূমিকা লিখে দিয়েছিলেন। লেখকের পরিচিত শুভাকাঙ্ক্ষীরা এই বই দেখে একটি আবদার করেছিলেন—জামাল নজরুল ইসলামের জীবন নিয়েও যেন তিনি একটি বই লেখেন। লেখকের ইচ্ছা ছিল জামাল নজরুল ইসলামকে জিজ্ঞেস করে করে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে লিখবেন। কিন্তু তাঁর আগেই ২০১৩ সালে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। তাই লেখকের ভাবনা অনুসারে বইটি আর লেখা হয়ে ওঠেনি।

কিন্তু অধ্যাপক ইসলাম জীবিত অবস্থাতেই তাঁকে নিয়ে বই লেখা উচিত ছিল। কারণ তিনি সে মাপেরই বিজ্ঞানী। এই তাড়না থেকেই তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী সামনে রেখে তাঁর জীবনী লিখে শেষ করেন শরীফ মাহমুদ ছিদ্দিকী। কখনো না হওয়ার চেয়ে অন্তত দেরি করে হলেও ভালো। তবে অধ্যাপক ইসলামের জীবনকে তুলে ধরতে কোনো সমস্যা হয়নি লেখকের। কারণ দীর্ঘদিন ধরে অধ্যাপক ইসলামের সান্নিধ্যে ছিলেন তিনি। জামাল নজরুল ইসলামের প্রতিষ্ঠিত ‘গণিত ও ভৌত গবেষণা কেন্দ্রে’ কাজ করেছেন অনেক দিন। অনেক কাছ থেকে দেখেছেন তাঁকে। সে হিসাবে এ রকম একজন মানুষই তাঁর জীবনী লেখার জন্য সবচেয়ে উপযুক্ত।

বইয়ে জামাল নজরুল ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সব উল্লেখযোগ্য ঘটনাই লেখক তুলে এনেছেন। তাঁর জন্ম, পরিচয়, বংশ, বেড়ে ওঠা, লেখাপড়া, অধ্যাপনা, দেশপ্রেম, উত্তরসূরি ইত্যাদি সবকিছুই আলোচিত হয়েছে। তাঁর বিদেশজীবন, দেশে ফিরে আসার প্রেক্ষাপট, মনমানসিকতা, পছন্দ-অপছন্দ, গবেষণা, প্রকাশনাসহ খুঁটিনাটি প্রায় সবই তুলে এনেছেন সুন্দরভাবে।

জামাল নজরুল ইসলামকে আমরা সবাই বিজ্ঞানী হিসেবেই চিনি। কিন্তু এই বই পড়লে পাওয়া যাবে বিজ্ঞানী সত্তার বাইরের আরেক বিস্তৃত জীবন। তাঁর শৈল্পিক মনন, তাঁর সাংস্কৃতিক জীবন, শিল্প ও সংস্কৃতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি, অভিমত, ব্যক্তিগত দর্শন—সবই আলোকপাত করা হয়েছে অল্প অল্প করে। অধ্যাপক ইসলাম সম্পর্কে আগ্রহী যে কেউই অবাক হয়ে যাবেন তাঁর নিজের হাতে লেখা ছড়া পড়ে।

অধ্যাপক ইসলামের অনেকগুলো দুর্লভ ছবি, চিঠিপত্র, ডকুমেন্ট বইটির মূল্য আরও বাড়িয়ে দিয়েছে। ছোট দেশের এই বড় বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের প্রতি যাঁদের কমবেশি অনুরাগ আছে, তাঁরা সবাই পড়তে পারেন বইটি। বিস্তৃত ও অনন্য এক জামাল নজরুল ইসলামকে খুঁজে পাওয়া যাবে এখানে।