গণিতের মজার জগতে

অঙ্কে কুপোকাত হননি এমন মহারথী ইতিহাসে বিরল—তিনি আইনস্টাইন হোন কিংবা নিউটন কিংবা হকিং। আছাড় না খেয়ে যেমন শিশু হাঁটতে শেখে না, তেমনি অঙ্কে হোঁচট না খেয়ে তুখোড় গণিতবিদ হওয়া অসম্ভব। কিন্তু যদি অঙ্কের প্রতি আপনার ভালোবাসা থাকে, গণিতের দুর্লঙ্ঘ্য বাধা যদি আপনি টপকাতে চান, তাহলে ভীতিটা এক পাশে সরিয়ে নেমে পড়ুন গণিতের মজার জগতে। আর সেই জগতের প্রবেশদ্বারগুলো হলো মজার কিছু বই। ইংরেজি কিংবা বাংলা—যেকোনোটি দিয়েই শুরু করতে পারেন। কিন্তু মাতৃভাষায় যদি দারুণ কিছু বই থাকে, তাহলে ভিনদেশি ভাষায় পরে হাত বাড়ানোই ভালো।

গণিতের চর্চা আগেই হতো। কিন্তু আজকের মতো গণিতপ্রেমী বিশাল এক প্রজন্ম যে দাঁড়িয়ে গেছে। এর পেছনে বড় ভূমিকা পালন করে জাতীয় গণিত উৎসব। যার শুরুটা হয়েছিল ২০০৫ সালে। জামিলুর রেজা চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদের মতো মহারথীদের সঙ্গে এ দেশের গণিতচর্চাটাকে উৎসবে পরিণত করেছেন মুনির হাসান। গণিতের অসাধারণ প্রতিভাদের খুঁজে বের করতে সারা দেশ দাপিয়ে বেড়ান, গণিত উৎসবের সফল আয়োজন করেন, শেষে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পরিচালানায় গুরুদায়িত্ব তাঁর কাঁধে। এত কিছুর পরও মজার মজার গণিতের বই লিখে চলেছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় চলতি বইমেলায় এসেছে তাঁর দারুণ এক বই যে অঙ্কে কুপোকাৎ আইনস্টাইন

আইনস্টাইনের পাঁচ বাড়ির ধাঁধাটা কি আপনি জানেন, সেটার সমাধান আছে আপনার কাছে? কিংবা আইনস্টাইন যে অঙ্কে কুপোকাত হয়েছিলেন, সেটা সমাধানের চেষ্টা আপনি করে দেখবেন? তাহলে হাতে তুলে নিন যে অঙ্কে কুপোকাৎ আইনস্টাইন বইটি।

শুধুই আইনস্টাইনের গণিত! আটপৌরে বাঙালিয়ানার সঙ্গে সে অঙ্কের যোগ রইল কোথায়? লেখক আপনাকে হতাশ করেননি? গরুর হাটে গোনাগুনি আপনাকে নস্টালজিক করবে, লোকজ ধাঁধা মনে করিয়ে দেবে শৈশবের দাদি-নানির মুখে শোনা ধাঁধার কথা কিংবা তাই তাই তাই, করে মামার বাড়িও একবার ঢুঁ মেরে আসতে পারেন।

যে অঙ্কে কুপোকাৎ আইনস্টাইন ।। মুনির হাসান ।। প্রচ্ছদ: সাজু ।। প্রকাশক: আদর্শ ।। পৃষ্ঠা: ১২৮ ।।দাম: ২৮০ টাকা

মার্বেল খেলতে যে ছেলেমেয়েরা পছন্দ করে, তারা যদি ঠকতে না চায় বন্ধুদের কাছে, তাহলে মার্বেল ভাগের অদ্ভুত অঙ্কটা শিখে নিতে পারে। তারপরও যদি পাঠক ভাগাভাগিতে হেরে যায় অঙ্কের মারপ্যাঁচে, তাহলে গড়ের মাঠে গড়াগড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন লেখক। এ জন্য সেই গাণিতিক ট্রিক্সেরই শরণ নিতে হবে। রাজনীতি, অপরাধী, রং, লিচু, স্কুলের রাস্তা, সেন্ট মার্টিনের বানর—অদ্ভুত মজার সব গাণিতিক সমস্যা ও সমাধানের জগতে বুঁদ হয়ে পাঠক একলহমায় হারিয়ে যাবেন গণিতে নিসর্গে।

যে অঙ্কে কুপোকাৎ আইনস্টাইন–এর অন্যতম আকর্ষণীয় দিক হলো এর প্রচ্ছদ। কার্টুনভঙ্গি, কালার কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড—অসাধারণ বললেও ভুল হবে, তার চেয়ে একটু বেশিই। বরাবরের মতো আদর্শ প্রকাশনী এই বইয়ের বাঁধাই, ছাপা আর কাগজের মানে নিজেদের সুনাম ধরে রেখেছে।

যে অঙ্কে কুপোকাৎ আইনস্টাইন অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীর স্টলে। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে কেনা যাবে অনলাইন বুকশপগুলো থেকে।