পদার্থবিজ্ঞানের মজার পাঠ

বিজ্ঞানসাহিত্যেও রুশ বিপ্লব ঘটেছিল। বিশেষ করে জনপ্রিয় বিজ্ঞানের লেখালেখিতে। বিজ্ঞানের দারুণ কিছু বই বাজারে এসেছিল সে সময়। সে সব বই বাংলায় অনুদিত হয়েছিল মস্কো থেকেই। এগুলোর মধ্যে অন্যতম ছিল পদার্থবিজ্ঞানের মজার কথা। ইয়াকভ পেরেলম্যানের দারুণ লেখনির সঙ্গে সিদ্ধার্থ ঘোষের অসাধারণ অনুবাদ—পদার্থবিজ্ঞানের জগৎ কতটা মজার হতে পারে, সেই বইয়ের পাঠকমাত্রই জানেন। জনপ্রিয় বিজ্ঞান সাহিত্যে এখন বাংলা-বিপ্লব চলছে। একঝাঁক তরুণ লেখকের হাত ধরে বাংলাদেশের বিজ্ঞানসাহিত্য এখন তুমুল জনপ্রিয় কিশোর-তরুণদের কাছে। বিজ্ঞান বই আর লেখকদের এই তালিকাটা লম্বা হচ্ছে প্রতিবছরই। বিশেষ করে পদার্থবিজ্ঞানে বেশ কিছু ভালো ভালো বই আসছে। আসছে বৈচিত্রও। হার্ডকোর ফিজিকস থেকে শুরু করে স্কুল শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় পদার্থবিজ্ঞানের বই— এগুলোর সংখ্যা এখন কম নয়। বিষয়বৈচিত্রও চোখে পড়ার মতো। সম্প্রতি এই জনরায় যুক্ত হয়েছে গ্রাফিকস সায়েন্স। রাতুল খানের কলম থেকে বছর দুয়েক আগে এসেছিল অ পদার্থবিজ্ঞান নামের মজার এক বই। ছবি-কার্টুন আর গল্পের মিশেলে লেখা সেই বইটি শিশু-কিশোরদের কাছে পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় এ বছর বইমেলায় এসেছে এই সিরিজের দ্বিতীয় বই ক পদার্থবিজ্ঞান

আমাদের দেশের শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে গিয়ে হঠাৎ করেই যখন পদার্থবিজ্ঞান পড়তে যায়, বেশিরভাগই তখন চোখে অন্ধকার দেখে। কারণ, নিচের ক্লাস থেকে পদার্থবিজ্ঞানের প্রাথমিক স্তরের কোনো সহজ জ্ঞান নিয়ে আসতে পারে না। হঠাৎ করেই তাই তত্ত্ব আর সমীকরণে খেই হারিয়ে পদার্থবিজ্ঞানের সুন্দর জগৎটা দুর্বোধ্য ভাবতে শুরু করে। এরই ফল দেখা যায় উচ্চশিক্ষায়। বাংলাদেশে বিজ্ঞানে উচ্চশিক্ষার হার খুবই কম। তাই পদার্থবিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে যদি সহজে ও মজাদার করে শিক্ষা দেওয়া যায় শিশুকিশোরদের, তখনই কেবল ভীতিটা কাটিয়ে ওঠা সম্ভব। ক পদার্থবিজ্ঞান সেই কাজটিই করেছে সফলতার সঙ্গে।

ক পদার্থবিজ্ঞান ।। রাতুল খান ।। প্রকাশক: আদর্শ ।। প্রচ্ছদ: মো. মোরসালিন ।। পৃষ্ঠা: ১০৪ ।। দাম: ৩২০ টাকা

বইটা শুরু হয়েছে রকেট সায়েন্স দিয়ে। অনেকেই হয়তো এ তথ্য জেনে অবাক হতে পারেন, প্রশ্নও তুলতে পারেন—পদার্থবিজ্ঞানের বেসিক বিষয়গুলো বাদ দিয়ে কেন রকেট সায়েন্স দিয়ে শুরু হলো? মজার ব্যাপার হলো, রকেট সায়েন্সের প্রাণভোমরা রয়েছে মহাকর্ষ সূত্রের ভেতর। সঙ্গে নিউটনের গতির সূত্র, বল, বেগ, ত্বরণ ইত্যাদির খেলা। তাই রকেট সায়েন্স ব্যাপারটাও কার্টুন আর সংলাপে জলবৎ তরলং হয়ে উঠেছে ক পদার্থবিজ্ঞান-এ। আর মাত্রা, বল, বেগ, ইত্যাদি সম্পর্কে একেবারে প্রাথমিক জ্ঞান যদি কেউ নিতে চান, তাহলে অ পদার্থবিজ্ঞান বইটা পড়ে আসুন। না পড়লেও ক্ষতি নেই—এই বইয়ের বিষয় বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়।

রকেট সায়েন্সের পর একে উঠে এসে চলতড়িৎ, চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেট, পানির চাপ, গ্রহ নক্ষত্রের গল্প ও কণাদের চিড়িয়াখানা। মোট সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে বইটি। চমৎকার কার্টুন, মজা সংলাপ আর সহজ ভাষা— সবমিলিয়ে শিশুকিশোদের পদার্থবিজ্ঞানভীতি কাটাতে এই বই হতে পারে পথনির্দেশক।

মজার এই বইটির নেতিবাচক দিক মনে হতে পারে দামটা। ১০৪ পৃষ্ঠার সাদাকালো বইয়ের দাম ৩২০ টাকাটা বেশি মনে হওয়া অস্বাভাবিক নয়। তবে একটা হিসেবে সেটা বেশিও নয়। কারণ বইয়ের আকার। বইটি সাধারণ বুক সাইজের নয়, ক্রাউন সাইজের বড় বই।

বইটি অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে আদর্শের স্টলে। এছাড়া অনলাইন বুকশপগুলো থেকে কেনা যাবে দেশের যেকোনো স্থান থেকে।