সায়েন্স ফিকশন আর সায়েন্স ফ্যান্টাসির জগতে পাগলাটে বিজ্ঞানীদের বেশ খ্যাতি রয়েছে। স্যার আর্থার কোনান ডয়েলের প্রফেসর চ্যালেঞ্জার, বাংলায় সুকুমার রায়ের প্রফেসর হেশোরাম হুশিয়ার থেকে শুরু করে সত্যজিৎ রায়ের শঙ্কুকেও আমরা খ্যাপাটে বিজ্ঞানীর কাতারে ফেলতে পারি। এঁদের প্রত্যেকেই দুর্দান্ত সব কর্মকাণ্ড করে বেড়াতেন, যা পাঠকদের একইসঙ্গে হাসাত, ভাবাত এবং অবাক করে তুলত। তবে এই গল্পগুলোকে সায়েন্স ফিকশনের বদলে সায়েন্স ফ্যান্টাসি বললেই বেশি অর্থবহ বলে মনে করা হয়। ডক্টর কিজিলও তেমনি এক পাগলাটে বিজ্ঞানীর গল্প। গল্পগুলোতে ফ্যান্টাসি তো বটেই, সায়েন্সের ব্যাপারটিও খুব গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
ডক্টর কিজিল: প্রারম্ভ ।। মাশুদুল হক ।। প্রচ্ছদ: মাহাতাব রশীদ ।। প্রকাশক: আফসার ব্রাদার্স ।। পৃষ্ঠা: ১২৮ ।। দাম: ২২৫ টাকা
ডক্টর কিজিল লেখা হয়েছে হাসান নামের একজন জুওলজিস্টের জবানবন্দীতে। নাটকীয়ভাবে হাসানের সঙ্গে পরিচয় ঘটে বিশ্বখ্যাত বিজ্ঞানী ডক্টর কিজিলের। কিজিল মানুষ হিসেবে খাপছাড়া, অদ্ভুত ও কিছুক্ষেত্রে বিপজ্জনক। একই সঙ্গে এই বিজ্ঞানী একজন সফল ব্যবসায়ীও বটে। একেবারেই ভিন্ন ধরনের সব বৈজ্ঞানিক আবিষ্কার আর বিচিত্র সব ব্যবসা নিয়ে ডক্টর কিজিল রহস্যময় সব কর্মকাণ্ড করে বেড়ান। সেইসব ঘটনার মাঝে ঘটে যায় নানান অঘটন, রোমহর্ষক ব্যাপার, যার সাক্ষী হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হাসান। ডক্টর কিবরিয়া জিল্লুর লস্কর ওরফে ডক্টর কিজিলের সেইসব বৈজ্ঞানিক অভিযান আর বৈজ্ঞানিক কাহিনী পড়তে পড়তে পাঠককেও হারিয়ে যেতে হয় অন্য জগতে।
কিজিলের গল্পগুলোর সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণ বিজ্ঞানের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে গল্পে যুক্ত করা এবং তা উপস্থাপন করা। সায়েন্টিফিক একুরেসি ধরে রেখে মজার ছলে বর্ণনা করা কিজিলের গল্পগুলোর প্রত্যেকটিই অ্যাডভেঞ্চারে ঠাসা এবং দুর্দান্ত। গল্পগুলো সায়েন্সফিকশনপ্রেমী যে কোনো পাঠকের জন্যে আনন্দের খোরাক হবে কোনো সন্দেহ নেই।
ডক্টর কিজিল: প্রারম্ভ বইটিতে রয়েছে চারটি গল্প। প্রতিটি গল্পই চমৎকার সব কাহিনী আর বৈজ্ঞানিক উপাদানে পূর্ণ। তবে ‘কটকট’ নামের শুরুর গল্পটিতেই প্রথম কিজিলের আত্মপ্রকাশ ঘটে পাঠকদের কাছে। সেজন্যেই বইটির নামে প্রারম্ভ কথাটি উল্লেখিত হয়েছে। ডক্টর কিজিলের আরও কিছু গল্প লেখকের ‘স্যালামান্ডার জিন’ নামের আরেকটি বইয়ে স্থান পেয়েছে। ধারণা করা যায়, ডক্টর কিজিল অদূর ভবিষ্যতে বাংলা সায়েন্স ফিকশন জগতের একটি মজার সিরিজ হিসেবে স্থান পাবে। শিল্পী মাহাতাব রশীদের আঁকা প্রচ্ছদ এবং গল্পের শুরুর চিত্রাবলী বইটি পড়ার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। সব মিলিয়ে চারটি অসাধারণ সায়েন্স ফিকশন ছোটগল্প নিয়ে ডক্টর কিজিল: প্রারম্ভ গল্প সংকলন বাংলা সায়েন্স ফিকশনের জগতে নতুন এক সংযোজন। বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স। বইটি দেশের বিভিন্ন বুকশপে পাওয়া যাবে। পাঠক ঘরে বসে কিনতে পারবেন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও।