ইলেকট্রনিকসে হাতেখড়ি

ইলেকট্রনিকসের হাতেঘড়ি

ইলেকট্রনিকসের প্রথম পাঠ মুহম্মদ জাফর ইকবালের নতুন 'প্রথম পাঠ' বা হাতেখড়ি ঘরানার বই। এর আগে তিনি পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ লিখেছেন, কিশোর-কিশোরীদের জন্যে লিখেছেন 'শর্টকাট প্রোগ্রামিং' ইত্যাদি। তারও আগে তাঁর লেখা 'থিওরি অফ রিলেটিভিটি' বা 'কোয়ান্টাম মেকানিক্স' বইগুলোও এ ঘরানাতেই পড়ে বলা যায়।

এই বইয়ে মুহম্মদ জাফর ইকবাল নিজস্ব সহজ ভাষায় প্রথমেই অণু-পরমাণু নিয়ে অতিসংক্ষেপে আলোচনা করেছেন। সেখান থেকে চলে গেছেন পরিবাহী-অপরিবাহীর আলোচনায় এবং সেখান থেকে বিদ্যুৎ প্রবাহের ধারণায়। তারপরেই এসেছে পদার্থবিজ্ঞানের একটুখানি আলোচনা। এ আলোচনাটিও অবশ্য বিদ্যুতের প্রবাহ নিয়ে। বিভবের প্রাথমিক ধারণার গোলমেলে বিষয়টিকে তিনি ব্যাখ্যা করেছেন সহজাত সরল ভাষায়। এরপরের অধ্যায় ওহমের সূত্র নিয়ে (বইয়ে অবশ্য লেখা হয়েছে ও'মের সূত্র)। তারপর একে একে ইলেকট্রনিকসের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়, যেমন ডিসি কারেন্টের বেসিক, ক্যাপাসিটর, ইনডাকটর, রেজিস্টার এবং সার্কিট অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিকস বোঝার জন্যে প্রয়োজনীয় বাইনারি গণিত ইত্যাদি নানা বিষয় লেখক ব্যাখ্যা করে করে এগিয়েছেন গুটিগুটি পায়ে।

মুহম্মদ জাফর ইকবালের সহজ ভাষা ও ব্যাখ্যার সারল্য বেশ আকর্ষণীয়। কখন যে তিনি বিষয়ের গভীরে ঢুকে যান, সেটা আলাদাভাবে বোঝার উপায় নেই। বিজ্ঞানের পাঠ্যবইতে এ বিষয়গুলো পড়ে যেমন ভারী মনে হয়, ‘ইলেকট্রনিকসের প্রথম পাঠ’ পড়ে সেরকম মনে হয় না মোটেও। বরং অনেকটা এগিয়ে টের পাওয়া যায়, কখন যেন অনেক কিছু শেখা হয়ে গেছে! শুধু ইলেকট্রনিকস-ই নয়, আইসিটির ডিজিটাল ইলেকট্রনিকস তথা বাইনারি গণিত, ট্রুথ টেবিল বা সত্যক সারণী, ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজ, ইত্যাদি বিষয়গুলো বুঝতেও বেশ কাজে লাগবে বইটি। প্রচুর সার্কিট ডায়াগ্রাম ও সমীকরণ ব্যবহার করে গাণিতিক হিসেব কষে বিষয়ের গভীরে নিয়ে গেছেন লেখক পাঠককে।

ইলেকট্রনিকসের প্রথম পাঠ ।। মুহম্মদ জাফর ইকবাল ।। প্রকাশক: বাতিঘর ।। প্রচ্ছদ: মুহম্মদ জাফর ইকবাল ।। পৃষ্ঠা: ১৩৬ ।। মুদ্রিত মূল্য: ২৫০ টাকা

তবে বইটির কিছু ছোট সমস্যা টের পাবেন একই লেখকের আগের বইগুলো যাঁরা পড়েছেন, তাঁরা। প্রথম সমস্যাটি হলো, বইতে কোনো সূচিপত্র নেই। কাজেই বইটাতে আসলে ঠিক কী কী আছে, প্রথম পাঠ নিতে ইচ্ছুক পাঠকের তা বোঝার উপায় নেই সহজে। আরেকটি ছোট সমস্যা হলো যতিচিহ্ন ও কিছু বানানের ভুল। বাতিঘর প্রকাশনী সাধারণত বইয়ের এসব বিষয় নিয়ে বেশ যত্নশীল। তবু এ বইতে টুকটাক কিছু সমস্যা রয়ে গেছে। আশা করা যায়, দ্বিতীয় সংস্করণে বিষয়গুলো ঠিক করে ফেলবেন প্রকাশক।

এতসব সমীকরণ, সত্যক সারণীর মতো বিষয় থাকার পরেও আগ্রহীরা পড়তে পড়তে টের পাবেন, বইটি শেষ হয়ে গেছে। মনে হবে, বইটা আরেকটু বড় হলে মন্দ হতো না! লেখক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভূমিকায়। বইটি শুধু পড়লে হবে না, কাজগুলো নিজে করতে হবে পড়ে পড়ে। শেখার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ।

সববয়সী পাঠক-ই বইটি পড়তে পারবেন। তবে বিশেষভাবে বলতে হয়, স্কুল-কলেজের শিক্ষার্থীদের বেশ উপকারে আসবে এ বই।

বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘ইলেকট্রনিকসের প্রথম পাঠ’। বইমেলায় বাতিঘর প্রকাশনীর স্টলে ও সারাদেশে বিভিন্ন অনলাইন-অফলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে বইটি।