সবকিছুর তত্ত্বের তল্লাশি শুরু হয়েছিল সেই প্রাচীনকালে। এককালে হন্যে হয়ে সে তত্ত্ব খুঁজেছেন নিউটন থেকে ম্যাক্সওয়েল, আইনস্টাইন থেকে হকিংও। কিন্তু কেন? কেন দরকার এ তত্ত্ব?
গাছ থেকে আপেল মাটিতে পড়ে। সূর্যের চারপাশে ঘোরে পৃথিবী। বহুদূরের গ্যালাক্সিতেও গ্রহ ঘোরে নক্ষত্রের চারপাশে। মহাবিশ্বের কোথাও এ নিয়মের ব্যতিক্রম নেই। কেন? সে ব্যাখ্যা পাওয়া যায় মহাকর্ষ তত্ত্বে। মানে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব, যার আরেক নাম সাধারণ আপেক্ষিকতা। অন্যদিকে অণু-পরমাণু বা আরও ক্ষুদ্র কণার আচরণ ব্যাখ্যা করে কোয়ান্টাম বলবিদ্যা। বর্তমানে এ দুটিই আমাদের জানা অন্যতম সফল তত্ত্ব। আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি। এগুলোর বাস্তব প্রমাণও রয়েছে ভূরি ভূরি। অথচ তত্ত্ব দুটির সম্পর্ক সাপে-নেউলে। এদের মিলন ঘটানোর চেষ্টায় বহুদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, সে চেষ্টা সফল হলে পাওয়া যাবে সবকিছুর তত্ত্ব—থিওরি অব এভরিথিং।
এটাই কি বিজ্ঞানীদের কাছে আধুনিক পরশ পাথর? এ সন্ধানের কি ইতি হবে আদৌ? হদিস মিলবে সবকিছুর তত্ত্বের? স্ট্রিং থিওরি, এম-থিওরি বা লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি—এর কোনোটি কি শেষ পর্যন্ত হয়ে উঠতে পারবে কাঙ্ক্ষিত থিওরি অব এভরিথিং? এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে বিজ্ঞানচিন্তার এ সংখ্যায়।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রসায়নবিদ রউফুল আলম কাজ করছেন মার্কিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান পিটিসি থেরাপিউটিকসে। এ সংখ্যায় থাকছে তাঁর সাক্ষাৎকার।
এককালে অ্যান্টার্কটিকা মহাদেশ ছিল আমাদের পাশেই! শুনে অবিশ্বাস্য মনে হয়? এ ঘটনার প্রত্নতাত্ত্বিক প্রমাণসহ বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে থাকছে বিজ্ঞানী বিমান নাথের লেখা একটি ফিচার। যমজ সন্তান হলে অবাক হন মা–বাবা। কেন হয় যমজ সন্তান? জানতে পারবেন এ সংখ্যায়। থাকছে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে নতুন আসা ভবিষ্যৎ বদলে দেওয়া প্রযুক্তিগুলোর কথাও।
বাংলাদেশি বিজ্ঞানীরা ছড়িয়ে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে। তাঁরা গবেষণা করছেন, অবদান রাখছেন সভ্যতার অগ্রযাত্রায়। এরকমই একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি রসায়নবিদ রউফুল আলম। কাজ করছেন মার্কিন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান পিটিসি থেরাপিউটিকসে। নতুন ড্রাগ উদ্ভাবন ও অণু তৈরির কাজ করেন। এ সংখ্যায় থাকছে তাঁর সাক্ষাৎকার। সেই সঙ্গে বিজ্ঞান কমিক, ছড়া, বিজ্ঞান রম্য, বইপত্রসহ নিয়মিত সব আয়োজন তো থাকছেই।
ফেব্রুয়ারি ভাষার মাস, বইয়ের মাস। এ মাস বইপ্রেমীদের জন্য বছরের অন্যতম বড় উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ ও মোড়কে আনন্দের ঢল নামে। মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে বাংলা একাডেমি। চলতি বইমেলায় প্রকাশিত দারুণ সব বিজ্ঞানের বই থেকে বাছাইকৃত কিছু বই নিয়ে এ সংখ্যায় থাকছে বিশেষ আয়োজন।
বিজ্ঞানচিন্তার এ সংখ্যা বাজারে আসবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বৈচিত্রপূর্ণ এ আয়োজন আশা করা যায় বিজ্ঞানপ্রেমীদের হতাশ করবে না।
কীভাবে সংগ্রহ করবেন বিজ্ঞানচিন্তা
সারা দেশের যেকোনো প্রান্তে বিজ্ঞানচিন্তা হাতে পেতে চাইলে সাবস্ক্রিপশন করে নিতে হবে। অথবা নিজ এলাকার হকারকে বলে রাখতে পারেন। কিংবা পত্রিকা স্টলগুলোতে খুঁজলেও পাবেন। তা ছাড়া বিজ্ঞানচিন্তা ঘরে বসেই অর্ডার করতে পারবেন prothoma.com-এ। ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যা অর্ডার করতে ক্লিক করুন: https://www.prothoma.com/product/46208/bigganchinta-february-2024
যেভাবে করবেন সাবস্ক্রিপশন
সাবস্ক্রিপশনের জন্য ফোন দিতে পারেন নিচের নম্বরে: ০১৭০৮৪১১৯৯৬। এ ছাড়াও প্রতি মাসের বিজ্ঞানচিন্তায় সাবস্ক্রিপশন ফর্ম ছাপা হয়। ফর্ম পূরণ করে পাঠাতে পারেন বিজ্ঞানচিন্তার ঠিকানায়।
এক বছরের সাবস্ক্রিপশন ফি ৬০০ টাকা। তবে এ ক্ষেত্রে ১৪ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। দুই মাস ফ্রি! আর ছয় মাসের সাবস্ক্রিপশন ফি ৩০০ টাকা। এ ক্ষেত্রে ৭ মাসের বিজ্ঞানচিন্তা পাওয়া যাবে। অর্থাৎ এক মাস ফ্রি!
এ ছাড়াও রয়েছে ই-বিজ্ঞানচিন্তা। অনলাইনে ঠিক ছাপা সংস্করণের মতো বিজ্ঞানচিন্তা পড়তে দেখুন—e-prothomalo.com।