কল্পবিজ্ঞান, রোমাঞ্চ ও রহস্যের খোঁজে

কলকাতার যেমন কফি হাউজ, বাংলাদেশের তেমন বিউটি বোডিং—পুরোনো দালানের জীর্ণ এক হোটেল কাম রেস্টুরেন্ট। কিন্তু লেখক-পাঠকদের কাছে এক নস্টালজিয়ার নাম। ক্ষয়ে যাওয়া ভবন নিয়েও আজও নিজের ‌ঐতিহ্য ধরে রেখেছে হোটেলটি। এখনো রোজ লেখক-পাঠকরা আড্ডা দেন, কবিতার আসর বসে। বিউটি বোডিং তাই বাংলাসহিত্যের অনেক বিখ্যাত উপন্যাসে, কবিতায় জায়গা করে নিয়েছে। এমন বিখ্যাত এক জায়গা ঘিরে তাই রহস্যের জাল ফাঁদা হলে, সেটা নিঃসন্দেহে অন্যরকম নস্টালজিয়ার স্বাদ পাইয়ে দেয় পাঠককে। এর সঙ্গে যদি যোগ হয় পুলিশি তদন্ত কিংবা বিজ্ঞানের ফ্লেভার, তাহলে টান টান উত্তেজনার দিকেই মোড় নেয় কাহিনি। বিউটি বোর্ডিং রহস্য তেমনই এক বই।

থ্রিলারধর্মী কল্পবিজ্ঞানের চল পশ্চিমাবিশ্বে প্রচলিত বহুদিন ধরে। বাংলায় এর ঘাটতি দেখা যেত। একেবারে জীবনধর্মী কিংবা রোমান্টিক উপন্যাসের কল্পবিজ্ঞান ছিল এদেশে। হুমায়ূন আহমেদের বেশিরভাগ উপন্যাসই এই ঘরানার। ছিল অ্যাডভেঞ্চার ধর্মী কল্পবিজ্ঞানও। সত্যজিৎ রায় ও মুহম্মদ জাফর ইকবালের কল্পবিজ্ঞানগুলো ‌এই ঘরানারই কল্পবিজ্ঞান লেখক। গোয়েন্দা কাহিনি কিংবা মার্ডার মিস্ট্রির মিশেলে কল্পবিজ্ঞান বাংলাভাষায় খুব কম লেখা হয়েছে। তাই এ ধরনের কল্পবিজ্ঞান পাঠে বাড়তি স্বাদের সন্ধান পান পাঠকেরা। আর সেই কাজটিই ঠিকঠাকমতো করেছেন তানজিনা হোসেন তাঁর বিউটি বোর্ডিং রহস্য বইয়ে।

এ বইয়ে রয়েছে দুটি উপন্যাসিকা। একটার নামেই বইটার নাম—বিউটি বোর্ডিং রহস্য। আরেকটা ‘লালেং গ্রামের মেয়ে’।

বিউটি বোর্ডিং রহস্য ।। তানজিনা হোসেন ।। প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ ।। প্রকাশক: চৈতন্য ।। পৃষ্ঠা: ১০০ ।। দাম: ২৫০ টাকা

বিউিট বোর্ডিয়ের রহস্য কিন্তু আজকের নয়। ১৯৭১ সালে হানাদার বাহিনি হানা দেয় বিউটি বোর্ডিংয়ে। হত্যা করে ১৮ জন বাঙালিকে, যার মধ্যে ছিলেন বিউটি বোডিংয়ের সে সময়ের মালিকও। সেদিনের সেই হত্যা রহস্যের সমাধান করবেন, এ সময়ে এক পুলিশ অফিসার, যার পেছনে থাকবে কল্পবিজ্ঞানের মিশেল। স্পয়লার এড়াতে, আর কিছু ভেঙে বলা যাবে না। তবে ৫০ বছর আগের কোনো বাস্তব ঘটা হত্যারহস্যের কিনারা এ সময়ের কোনো কল্পিত পুলিশ করছেন—ব্যাপারটা কিন্তু আগ্রহ উদ্দীপক।

অন্যদিকে কুলাউড়ার কালাপাহাড়ে ঘটছে রহস্যময় ঘটনা। ভাষা, শব্দ, সংস্কৃতি ভুলে যাচ্ছে লালেং জাতিগোষ্ঠীর সদস্যরা। কিন্তু কেন? শুরু হয় বৈজ্ঞানিক অনুসন্ধান। শেষ পর্যন্ত কী ঘটেছিল, জানতে হলে পড়তে হবে বইটি।

বিউটি বোর্ডিং রহস্য বইটির, ছাপা, প্রচ্ছদ, কাগজের মান, বাঁধাই—সবই উন্নতমানের। তবে বইয়ের কলেবরের তুলনায় দামটা একটু বেশি।

বইটি অমর একশে বইমেলায় পাওয়া যাচ্ছে চৈতন্যের স্টলে। এছাড়া অনলাইন বুক শপ থেকে অর্ডার করে ঘরে বসেই কিনতে পারবেন দেশের যেকোনো অঞ্চল থেকে।