গণিতের জাদু

গণিতকে বলা হয় বিজ্ঞানের ভাষা। গণিত নিয়ে একটু চিন্তা করলেই যে কেউ এই ভাষা বুঝতে পারবেন। শিখতে পারবেন দারুণ সব কৌশল। সেগুলো ম্যাজিকের মতোই লাগবে।

এই বইটিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, ঘন নিয়ে অসাধারণ কিছু কৌশল দেখানো হয়েছে। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কীভাবে সহজে এবং কম সময়ে গাণিতিক সমাধান করা যায়, তা দেখানো হয়েছে। যেমন ৩৬৫৭ কে ১১ দিয়ে গুণ করলে কত হবে? এই প্রশ্নের উত্তর বের করতে মাত্র ৫ সেকেন্ড সময় লাগবে। তবে সে জন্য যথেষ্ট অনুশীলন করতে হবে।

পড়ার সুবিধার জন্য বইটি সাজানো হয়েছে সুন্দরভাবে। প্রতিটি অধ্যায়ে বেশ কিছু টপিক আছে। প্রতিটি টপিকে আছে একাধিক কৌশল। ধাপে ধাপে বর্ণনা করে, ছবি এঁকে বোঝানো হয়েছে। সুতরাং বড় থেকে ছোট—সবাই বইটি পড়তে পারবেন অনায়াসে। সবশেষে দেওয়া আছে অনুশীলনের জন্য বেশ কিছু কাজ।

এবার আসি বইটি আসলে কাদের জন্য? আপনি যদি কয়েক সেকেন্ডের মধ্যে ৯৫–এর বর্গ বের করতে চান বা ১৮৪৯-এর বর্গমূল বের করতে চান নিমেষে, তাহলে বইটি আপনার জন্য। এই বইয়ে আপনাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখানো হবে। সুতরাং বইয়ে নিশ্চয়ই লুকানো এমন কিছু আছে, যা আপনার জানা নেই। ধরুন, যোগের কথাই বলা যাক। আমি–আপনি সাধারণত একটি নির্দিষ্ট নিয়মে যোগ করতে পারি। ছোটবেলায় বিদ্যালয়ে যেভাবে শেখানো হয়েছে, সেভাবে। কিন্তু এই বইয়ে আপনি কমপক্ষে আরও তিনটি নিয়মে যোগ করা শিখতে পারবেন।

ম্যাথ ম্যাজিক ।। লেখক: মাসুদুর রহমান ।। পৃষ্ঠা: ১৬০ ।। মূল্য: ৩৬০ টাকা ।। প্রকাশনী: আদর্শ

ম্যাথ ম্যাজিক ছাড়াও আপনি জীবন চালিয়ে নিতে পারবেন। তবে মজার সঙ্গে গণিত শিখতে হলে বা গণিতের শর্টকাট শিখতে হলে বইটি পড়তে হবে। বইয়ে মোট ছয়টি অধ্যায়। বইটি লিখেছেন বুয়েটের প্রাক্তন ছাত্র মাসুদুর রহমান। বর্তমানে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে জড়িত।

বইমেলায় বইটি পাওয়া যাবে আদর্শ প্রকাশনীর প্যাভিলিয়নে। এ ছাড়া সারা দেশের বুকশপগুলোতে ও বইয়ের দোকানে মিলবে বইটি। বইমেলার সমান দামে পাবেন বিভিন্ন অনলাইন বুক শপে।