গণিত অলিম্পিয়াডের নতুন বই

গণিত উৎসব; আমাদের প্রাণের উৎসব, আমাদের গর্বের জায়গা। গণিত কেবল দ্রুত যোগ, বিয়োগ, গুণ-ভাগ করা নয়, বরং গতানুগতিক প্রক্রিয়ার বাহিরে এসে, চিন্তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মেধা ও মননের বিকাশের মাধ্যমে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের একমাত্র পথই হচ্ছে গণিত। তাই প্রতিবছর বিশ্বের বিভিন্ন ভেন্যুতে আয়োজিত হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ১৯৫৯ সাল থেকে শুরু হওয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সারা পৃথিবীর স্কুল পড়ুয়া তরুণ-তরুণীদের জন্য নিজেদের মেধা তুলে ধরার অন্যতম চ্যালঞ্জিং এক প্ল্যাটফর্ম। দুদিন ব্যাপী এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটা দেশের ছেলে-মেয়েদের সমাধান করতে হয় ছয়টি কঠিন গাণিতিক সমস্যা।

বাংলাদেশও এই স্বপ্নযাত্রায় যোগ দিয়েছে ২০০৫ সাল থেকে। মুহম্মদ জাফর ইকবাল এবং মোহাম্মদ কায়কোবাদ স্যারের হাত ধরে গণিতভীতি দূর করার সাহসী পথচলা শুরু। গণিত অলিম্পিয়াডের মাধ্যমে। ছোট পরিসরে এর যাত্রা শুরু হয়। এখন এর কলেবর এবং জনপ্রিয়তা তুঙ্গে।

২০০৫ সালে বাংলাদেশ প্রথমবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর থেকে প্রতিবছরই আমাদের মেধাবী শিক্ষার্থীরা নতুন করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে। জাতীয় ও আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে ভাল করার জন্য চর্চা করে যেতে হয় সারা বছর ধরেই। ইউরোপ, আমেরিকার উন্নত দেশগুলোতে রয়েছে গণিত অলিম্পিয়াডকে উদ্দেশ্যে বিশেষ গণিত স্কুল, সামার প্রোগ্রাম, ম্যাথ ক্যাম্প ইত্যাদি। আছে অনেক বছর ধরে অংশগ্রহণের অভিজ্ঞতা, অনেক ভালো বই, বিগত বছরের আঞ্চলিক এবং জাতীয় অলিম্পিয়াডের প্রশ্নের এক সুবিশাল ভাণ্ডার।

আমাদের দেশে প্রতি বছর আঞ্চলিক এবং জাতীয় অলিম্পিয়াডের মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হয়। এই দুই পর্যায়ের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে লেখা ৪ খন্ডের ৫৫১ বিডিএমও প্রবলেমস বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের জন্য সময়োপযোগী এক সংযোজন।

৫৫১ বিডিএমও প্রবলেমস ।। আশরাফুল আল সরকার, সরকার মো. সাদমান, প্রত্যয় ঘোষ, মো. তুরাব হক পায়েল, মো. মুহতাসিম ফুয়াদ ।। প্রকাশক: স্বপ্ন ৭১ ।। প্রচ্ছদ: মোহাম্মদ হাবীব ।। দাম: ২০৭ টাকা প্রতিটি (প্রথম ও দ্বিতীয় খণ্ড), ৩০০ টাকা প্রতিটি (প্রথম ও দ্বিতীয় খণ্ড)

৪ খণ্ডের এই ভলিউমটি বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের বিগত বছরের আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের পরীক্ষার চার ক্যাটাগরির প্রশ্নের সংকলন। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি প্রশ্নপত্রের বিষয়ভিত্তিক প্রশ্নের এক গুরুত্বপূর্ণ সংকলন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে বইগুলি। চার খণ্ডের প্রতিটি বইয়ে সমস্যাগুলো ভাগ করা হয়েছে নাম্বার থিওরি, অ্যালজেব্রা, জিওমেট্রি, কম্বিনেটরিকস অধ্যায়ে।

এছাড়াও কঠিন সমস্যাগুলোর জন্য সহায়িকা হিসেবে দেওয়া হয়েছে হিন্টস, যেটা পাঠকের সমস্যা সমাধানের প্রতি আকর্ষণ ধরে রাখতে সাহায্য করবে। বই চারটি ইংরেজি ভাষায় লেখা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সাথে সামঞ্জস্য রেখে। বইগুলি শিক্ষার্থীদের গাণিতিক টার্মগুলোর ইংরেজি প্রতিশব্দে অভ্যস্থ হতে সহায়তা করবে। প্রতিটি বইয়ের শেষে সংযোজন করা হয়েছে থিওরি সেকশন। সেখানে বিভিন্ন কনসেপ্টের সংজ্ঞা, প্রয়োজনীয় থিওরেম, উদাহরণ।

জীবনের সব ক্ষেত্রে গণিতচর্চার কোনো বিকল্প নেই। চার খণ্ডের ৫৫১ বিডিএমও প্রবলেমস গণিতপ্রেমী সহায়ক হয়ে উঠবে, সে কথা বলতে দ্বিধা নেই। বইগুলো প্রকাশ করেছে স্বপ্ন ৭১। পাওয়া যাবে একুশে বইমেলায় স্বপ্ন ৭১-এর স্টলে। এছাড়া সারাদেশে বিভিন্ন অনলাইন-অফলাইন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে বইটি।

লেখক: শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়