পদার্থবিজ্ঞানের নতুন কিছু বই

চলতি বছর অমর একুশে বইমেলায় উল্লেখযোগ্য সংখ্যক বিজ্ঞান ও গণিতের বই এসেছে। প্রায় শ খানেক হবে সংখ্যাটা। এটা আশার কথা। এদেশের ছেলেমেয়েদের একটা বড় অংশ বিজ্ঞানমুখি হচ্ছে, বিজ্ঞানের বই পড়ছে—তারই প্রমাণ এটা। বিজ্ঞানের অন্য শাখার মতো পদার্থবিজ্ঞানেরও কিছু গুরুত্বপূর্ণ ও ভালো বই এসেছে। সেগুলোর মধ্য থেকে বাছাই করা কয়েকটি পদার্থবিজ্ঞানের বইয়ের পরিচিত রইল।

রোগনির্ণয় ও চিকিৎসায় পদার্থবিজ্ঞান ।। প্রদীপ দেব ।। প্রচ্ছদ: এরফান উদ্দিন আহমেদ ।। প্রকাশক: প্রথমা ।। পৃষ্ঠা: ১৬০ ।। দাম: ২৬০ টাকা

রোগনির্ণয় ও চিকিৎসায় পদার্থবিজ্ঞান

রোগনির্ণয় ও চিকিৎসা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, তাই হয়তো বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন সংযোজনগুলোকে এক্ষেত্রে ব্যবহারের তোড়জোড়ও সবচেয়ে বেশি। বিগত শতকে আমূল পরিবর্তন এসেছে এই ক্ষেত্রে। আধুনিক যন্ত্রপাতি ও পদ্ধতির ব্যবহার রীতিমতো বিপ্লব ঘটিয়েছে চিকিৎসাক্ষেত্রে। তবে জটিল আর অদ্ভুতুড়ে এই চিকিৎসার সরঞ্জামগুলোর পেছনে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সরল অথচ অদ্ভুত সুন্দর সব নীতি।

বইয়ের শুরুতে সময়ের সঙ্গে পদার্থবিজ্ঞান আর চিকিৎসাবিজ্ঞানের হাত ধরাধরি করে বেড়ে ওঠার গল্প, আর শেষটা কিছুটা ভবিষ্যৎ চিন্তা। মাঝের অধ্যায়গুলোতে রয়েছে বিজ্ঞানের এই দুটি শাখার সখ্যের নানা গল্প। অপটিকস, থার্মোডাইনামিকস কিংবা নিউক্লিয়ার ফিজিকস—এগুলোর চমকপ্রদ সব আবিষ্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আধুনিক চিকিৎসাপদ্ধতির একগুচ্ছ যন্ত্রপাতির পরিচয় দিয়ে সাজানো একেকটি অধ্যায়। এ সবের পেছনের পদার্থবিজ্ঞানটাও তুলে ধরা হয়েছে অত্যন্ত সহজভাবে।

চা কফি আর জেনারেল রিলেটিভিটি ।। নাঈম হোসেন ফারুকী।। প্রকাশক: প্রান্ত প্রকাশন।। প্রচ্ছদ: মেহরাব সিদ্দিকী সাবিত।। পৃষ্ঠা: ৩৫২ ।। দাম: ৫৫০ টাকা

চা কফি আর জেনারেল রিলেটিভিটি

১৯১৫ সালে নিউটনীয় গতিবিদ্যার ওপর চুড়ান্ত আঘাত হানেন আইনস্টাইন। নিউটনের ব্যাখ্যা করা মহার্ষের প্রকৃতি-ধর্ম ভেঙেচুরে মহাকর্ষ বলের নতুন তত্ত্ব দাঁড় করান। সেই তত্ত্বই পদার্থবিজ্ঞানের জগতে পরিচিত জেনারেল রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতা নামে। মহাবিশ্বের জন্ম রহস্য, বেড়ে ওঠা, প্রসারণ, নক্ষত্রের জন্ম-মৃত্যু, ব্ল্যাকহোল, নিউট্রন স্টার, কোয়েসার, গ্যালাক্সির কাঠামো—কসমোলজি আর জ্যোতিঃপদার্থবিজ্ঞানের ভিতটাই বপিত হয় জেনারেল রিলেটিভির ভেতর থেকে। তাই আধুনিক পদার্থবিজ্ঞানকে জানতে, মহাবিশ্বের ইতিবৃত্ত অনুসন্ধান করতে হলে সাধারণ আপেক্ষিতায় হাতেখড়ি হওয়াটা জরুরি।

সাধারণ আপেক্ষিকতা জানা অতটা সহজ নয়। ভীষণ জটিল সব গণিতের সমীকরণে ঠাসা জেনারেল রিলেটিভিটির জগৎটা। এ বইয়ে সে সব সমীকরণ আছে, আছেন কল্পচরিত্রও, আছে থট এক্সিপেরিমেন্ট। কল্পচরিত্রগুলো সেই থট এক্সপেরিমেন্টেরই পাত্র-পাত্রী। সময়ের ধীরে চলা, টাইম ট্রাভেলের কথা, স্থানকালের বক্র জ্যামিতি, বক্রতা, ব্ল্যাকহোলের রহস্যও উঠে এসেছে এ বইয়ে।

বোস আইনস্টাইন কনডেনসেট ।। আবদুল গাফফার।। প্রচ্ছদ: ইরফান উদ্দিন আহমেদ ।। প্রকাশক: প্রথমা।। পৃষ্ঠা: ১৭৬।। দাম ২৮০ টাকা

বোস আইনস্টাইন কনডেনসেট

১৯২৪ সালে আলবার্ট আইনস্টাইনকে একটা গবেষণাপত্র পাঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু। তরুণ বিজ্ঞানীর সেই প্রবন্ধ পড়ে মুগ্ধ হন তিনি। একটা নোট লিখে সেটা ছাপানোর ব্যবস্থা করেন বিখ্যাত এক জার্নালে। কোয়ান্টাম তত্ত্বের বড় একটা ত্রুটির সমাধান হয়। সত্যেন বসুর সেই সমাধান, বোস-আইনস্টাইনের পরিসংখ্যান ও কনডেনসেটের তাত্ত্বিক আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণই এই বইয়ের মূল বিষয়।

ক পদার্থবিজ্ঞান ।। রাতুল খান ।। প্রকাশক: আদর্শ ।। প্রচ্ছদ: মো. মোরসালিন ।। পৃষ্ঠা: ১০৪ ।। দাম: ৩২০ টাকা

ক পদার্থবিজ্ঞান

আমাদের দেশের শিক্ষার্থীরা মাধ্যমিক স্তরে গিয়ে হঠাৎ করেই যখন পদার্থবিজ্ঞান পড়তে যায়, বেশিরভাগই তখন চোখে অন্ধকার দেখে। কারণ, নিচের ক্লাস থেকে পদার্থবিজ্ঞানের প্রাথমিক স্তরের কোনো সহজ জ্ঞান নিয়ে আসতে পারে না। হঠাৎ করেই তাই তত্ত্ব আর সমীকরণে খেই হারিয়ে পদার্থবিজ্ঞানের সুন্দর জগৎটা দুর্বোধ্য ভাবতে শুরু করে। পদার্থবিজ্ঞানের কঠিন বিষয়গুলোকে যদি সহজে ও মজাদার করে শিক্ষা দেওয়া যায় শিশুকিশোরদের, তখনই কেবল ভীতিটা কাটিয়ে ওঠা সম্ভব। ক পদার্থবিজ্ঞান সেই কাজটিই করেছে সফলতার সঙ্গে। ছবি-কার্টুন আর গল্পের মিশেলে লেখা সেই বইটি শিশু-কিশোরদের কাছে পেয়েছে দারুণ জনপ্রিয়তা।

দ্য গড ইকুয়েশন: থিওরি অব এভরিথিংয়ের খোঁজে।। মূল: মিচিও কাকু।। ভাষান্তর: আবুল বাসার।। প্রচ্ছদ: মাহবুব রহমান।। পৃষ্ঠা: ২২৪।। দাম: ৩৪০ টাকা

দ্য গড ইকুয়েশন

একদিকে কোয়ান্টাম তত্ত্ব, অন্যদিকে আপেক্ষিকতা। এই দুটোর সমন্বয় করার চেষ্টায় ছুটছেন বিজ্ঞানীরা। স্বয়ং আইনস্টাইন খুঁজে ফিরেছেন এই তত্ত্ব। তারপর অন্য বিজ্ঞানীদের আগ্রহে চলেছে সুপারসিমেট্রির সন্ধান। এম তত্ত্ব। আর? স্ট্রিং থিওরি! যে তত্ত্ব বলে, সব কিছু আসলে স্ট্রিং বা সুতোর বিভিন্ন মাত্রার, বিভিন্ন কম্পাংকের কম্পন। এটাই কি সবকিছুর তত্ত্ব বা থিওরি অব এভরিথিং?

এই সবকিছুর তত্ত্বের-ই আরেক নাম ‘দ্য গড ইকুয়েশন’। এমন একটি অভিজাত সমীকরণ, যা মহাবিশ্বের সব বস্তু, সবটা শক্তিসহ সবকিছুকে প্রকাশ করতে পারবে। কিন্তু এই পথচলার শুরুটা কীভাবে হয়েছিল? কীভাবে বিজ্ঞান এসে পৌঁছাল বর্তমান অবস্থায়? সে গল্পটাই বিস্তৃত পরিসরে এই বইয়ে শুনিয়েছেন লেখক ও তাত্ত্বিক বিজ্ঞানী মিচিও কাকু।

রোড টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ।। ইশতিয়াক হোসেন চৌধুরী, মো: সোলেমান সজীব।। প্রকাশক: অন্বেষা প্রকাশন।। পৃষ্ঠা : ১৪৪।। ২৭০ টাকা

রোড টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর

এ যুগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত তথ্যগুলোকে এখন আর গোপনীয়তার চাদরে ঢেকে রাখা হয় না। বরং, কার্বনমুক্ত নিরাপদ শক্তির উৎস হিসেবে জনপ্রিয় করার লক্ষ্যে জনসাধারণের কাছে নিশ্চিত করা হয় সঠিক তথ্যের অবাধ প্রবাহ। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের দেশের মানুষের কাছে এই প্রযুক্তি অপেক্ষাকৃত নতুন। তাই নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের সুশিক্ষিত করে তুলতে হলে শুরু করতে হবে একদম প্রাথমিক পর্যায় থেকে। তারপর ধাপে ধাপে যেতে হবে গভীরে। ‘রোড টু ড্রাইভ এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর' বইটিতে ঠিক এভাবেই বর্ণনা করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নানান দিক। বিজ্ঞানের শিক্ষার্থীরা তো বটেই, অন্যদের জন্যও সুখপাঠ্য হবে বইটি।

জনপ্রিয় বিজ্ঞান সিরিজ ১, ২ ও ৩ ।। বার্থা মরিস পারকার ।। অনুবাদ: আবদুল্লাহ আল-মুতী, জহুরুল হক ও শাহ ফজলুর রহমান ।। প্রচ্ছদ: কাব্য করিম ।। প্রকাশক: পাণ্ডুলিপি ।। পৃষ্ঠা: ৪০ পৃষ্ঠা প্রতিটি ।। দাম: ১৫০ টাকা প্রতিটি

জনপ্রিয় বিজ্ঞান সিরিজ ১, ২ ও ৩

বাংলাদেশের বিজ্ঞানচর্চারে সংকট প্রবল, সে কালে আরও বেশি ছিল। এই সংকট বুঝতে পেরেছিলেন গুটিকয়েক মানুষ। তাঁদের মধ্যে বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল-মুতী অন্যতম। তিনি নিজে দুহাতে বাংলাভাষায় জনপ্রিয় বিজ্ঞানের বই লিখেছেন, করেছেন বিশ্বের সেরা কিছু বইয়ের অনুবাদ। তেমনই একটি উদ্যোগ ছিল মার্কিন লেখক বার্থা মরিস পারকারের জনপ্রিয় বিজ্ঞান সিরিজের সহজ অনুবাদ। প্রথম এই সিরিজটি বাংলায় অনুদিত হয় ১৯৬২ সালে। অধ্যাপক জহুরুল হক ও শাহ্ ফজলুর রহমানকে নিয়ে আবদুল্লাহ আল-মুতী কাজটি শুরু করেন। বহুদিন বইগুলো বাজারে ছিল না। সম্প্রতি সেগুলো বাজারে এনেছে পাণ্ডুলিপি প্রকাশন। বইগুলি সম্পাদনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী।