নোবেলজয়ী কণাপদার্থ বিজ্ঞানীদের গল্প

কণা তরঙ্গ, লেখক: রেজা এলিয়েন, প্রকাশক: বর্ণায়ন, প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৭, পৃষ্ঠা: ১৫২, দাম: ২৪০ টাকা।

নোবেল পুরস্কার বিজ্ঞানীদের সারা জীবনের আরাধ্য স্বপ্ন। কিন্তু অনেক বড় বড় কাজ করেও যেমন অনেকের নোবেল মেলেনি, তেমনি অনেকের নোবেল প্রশ্নবিদ্ধ। একজন বিজ্ঞানী কীভাবে নিজেকে গড়ে তোলেন, কীভাবে মহৎ কীর্তির মাধ্যমে নিজেকে নোবেলের যোগ্য করে তোলেন, এর প্রতিটার পেছনেই রয়েছে একেকটি গল্প। সেসব গল্প যেন সিনেমার কাহিনিকেও হার মানায়।

বিংশ শতাব্দীর শুরুতেই পদার্থবিজ্ঞানে একটা বড়সড় বিপ্লব ঘটে—কোয়ান্টাম বিপ্লব। চিরায়ত পদার্থবিজ্ঞানের তত্ত্বকে গুড়িয়ে দিয়ে খুদে কণাদের জগতে প্রতিষ্ঠা পায় কোয়ান্টাম বলবিদ্যা। আর কোয়ান্টাম পথচলা শুরু হয়েছিল জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের হাত ধরে। একে একে কোয়ান্টাম তত্ত্বকে কোয়ান্টাম বলবিদ্যায় প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রাখেন আলবার্ট আইনস্টাইন, নীলস বোর, ম্যাক্স বর্ন, লুই দ্য ব্রগলি, ওয়ার্নার হাইজেনবার্গ, উলফগ্যাং পাউলি, এরউইন শ্রোডিংগার, পল ডিরাক, এনরিকো ফার্মির মতো বিজ্ঞানীরা। তাঁরা সবাই পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। নোবেল প্রদান অনুষ্ঠানে নোবেল লোরিয়েটদের বক্তৃতা রাখতে হয়। সেখানে যে তত্ত্বের জন্য তিনি নোবেল পেলেন, দিতে হয় তার সহজ ব্যাখ্যা। তবে তার আগে নোবেল কমিটির চেয়ারম্যানও বক্তৃতা রাখেন। কেন অমুককে নোবেল দেওয়া হচ্ছে, তাঁর তত্ত্ব বা আবিষ্কার বিজ্ঞান ও মানবসভ্যতার অগ্রগতিতে কী ভূমিকা রাখল, তার একটা সংক্ষিপ্ত বয়ান তুলে ধরেন। পশ্চিমা বিশ্বে নোবেল লোরিয়েটদের নোবেল বক্তৃতাগুলোকে দুই মলাটে বন্দী করার ঘটনা অহরহ দেখা যায়। বাংলাভাষায় এমন কাজ রেজা এলিয়েনের আগে কেউ করেছেন বলে মনে হয় না।

রেজা এলিয়েন সাত সাতজন কণাপদার্থবিজ্ঞানী, বিশেষ করে কোয়ান্টাম বলবিদ্যার কারিগরের নোবেল বক্তৃতা একত্র করেছেন তাঁর কণা তরঙ্গ বইয়ে। সাতজন বিজ্ঞানীর জন্য রয়েছে সাতটি অধ্যায়। প্রতিটা অধ্যায়ের আবার তিনটি পর্ব। প্রথম পর্বে নোবেলজয়ী বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে, উঠে এসেছে তাঁর কাজের ইতিহাস। দ্বিতীয় পর্বে আছে ওই বিজ্ঞানী এবং কেন তাঁকে নোবেল দেওয়া হচ্ছে, সে বিষয়ে নোবেল কমিটির সভাপতি পুরস্কার তুলে দেওয়ার সময় যে বক্তব্য দেন, সেটার বাংলা অনুবাদ। তৃতীয় পর্বে বিজ্ঞানী নোবেল বক্তৃতায় কী কী বলছেন, সেটার সরল বঙ্গানুবাদ আছে। এভাবে ম্যাক্স প্ল্যাংক, আলবার্ট আইনস্টাইন, লুই দ্য ব্রগলি, ওয়ার্নার হাইজেনবার্গ, এরউইন শ্রোডিংগার, পল ডিরাক ও হেডেকি ইউকাওয়ার জীবনকাহিনী ও বক্তৃতা সংকলিত করেছেন লেখক এই বইয়ে। বইটি পড়ে যেমন কোয়ান্টামের কারিগরদের জীবন ও গবেষণার কাহিনি জানতে পারবেন, তেমনি পাবেন সহজ ভাষায় কণাপদার্থবিজ্ঞান ব্যাখ্যার স্বাদ। বইটি যেকোনো বয়সী পাঠকদের উপকারে লাগবে, তাতে সন্দেহ নেই। কিন্তু মাত্র সাতজনকেই কেন ঠাঁই দেওয়া হলো? কোয়ান্টাম বলবিদ্যার অন্যতম পুরোধা নিলস, এনরিকো ফার্মি, উলফগ্যাং পাউলি থেকে রিচার্ড ফাইনম্যানকে টপকে কেন হেডেকি ইউকাওয়াকে এখানে রাখা হলো, সে প্রশ্ন পাঠক তুলতেই পারেন।

সহজ অনুবাদ ও সরল ভঙ্গিতে লেখা বইটি দেশের যেকোনো অভিজাত বুকশপে পাওয়া যাবে।