প্রশ্ন :
অতি উচ্চ শব্দে কাচ ভেঙে যায় কেন?
উত্তর: সাধারণত শব্দের কারণে কাচ ভাঙে না। তবে বজ্রপাতের সময় প্রচণ্ড শব্দে কাচের জানালা কাঁপতে থাকে এবং সে কারণে জানালার ফ্রেমের সঙ্গে ঘর্ষণে কাচ ভেঙে যেতে পারে। অবশ্য খুব উঁচু মাত্রার শব্দের কারণেও কাচ ভাঙতে পারে। সে ক্ষেত্রে শব্দের মাত্রা ১০০ ডেসিবেলের বেশি হতে হবে। আমরা সাধারণত ৫০ ডেসিবেল মাত্রায় কথা বলি। এর দ্বিগুণ মাত্রায় চিৎকার করলে কাচ ভাঙতে পারে। এখানে মনে রাখতে হবে, শুধু কত জোরে চিৎকার, সেটাই একমাত্র ব্যাপার নয়। চিৎকারের কম্পনাঙ্কের তীক্ষ্ণতাও তীব্র হতে হবে। না হলে শুধু উচ্চস্বরের চিৎকারে কাচ ভাঙবে না।
জোবায়েত হাছান, অষ্টম শ্রেণি, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চবিদ্যালয়, ফটিকছড়ি পৌরসভা, চট্টগ্রাম।