চাঁদ কীভাবে পৃথিবীতে আলো প্রেরণ করে?

প্রশ্ন :

চাঁদ কীভাবে সূর্যের আলো প্রতিফলন করে পৃথিবীতে প্রেরণ করে?

চাঁদের মাটি অনেকটা পাথুরে ও ধূসর। এর ওপর সূর্যের আলো পড়ে মাত্র সামান্য অংশ প্রতিফলিত হয়। পূর্ণিমার সময় সবচেয়ে বেশি, প্রায় ১২ শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত হয়। এর আগে ও পরে ক্রমেই প্রতিফলনের হার কমে যায়। শেষ দিকে মাত্র ৩ শতাংশ আলোর প্রতিফলন ঘটে। এ জন্য চাঁদের আলো খুব হালকা, এর তেজ কম।