সবসময় চাঁদ আমাদের সঙ্গেই চলে কেন?

প্রশ্ন :

সব সময় কেন মনে হয় চাঁদ আমাদের সঙ্গেই চলছে? এর জন্য কি শুধু আহ্নিক গতিই দায়ী?

এটা আমাদের সবার অভিজ্ঞতা। যেন চাঁদও হাঁটে। রাতে হাঁটার সময় আকাশের দিকে তাকালে দেখা যাবে চাঁদও আমাদের সঙ্গে যেন চলছে। এর কারণ হলো, চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে। প্রায় ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিমি (২ লাখ ৩৮ হাজার ৫৫ মাইল) দূরে। এই দূরত্বের কারণেই মনে হয় চাঁদ আমাদের সঙ্গে সঙ্গে চলে। লক্ষ করলে দেখব, রাস্তা দিয়ে চলার সময় দুই পাশের ঘরবাড়ি, গাছপালা পেছনে সরে যাচ্ছে। এর কারণ, ওগুলো আমাদের কাছের বস্তু। চাঁদের মতো এত দূরের বস্তু নয়।

ফাইজুর রহমান, দশম শ্রেণি, উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ