প্রশ্ন :
সূর্য কেন সর্বদাই পূর্ব দিকে ওঠে?
সূর্য সব সময় পূর্ব দিকে ওঠার একমাত্র কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। সে সব সময় নিজ অক্ষরেখার চারদিকে ঘুরছে। এবং সে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে। ফলে রাত পোহালে আমরা সূর্যকে পূর্ব দিগন্তে দেখি। এরপর ক্রমে সে মধ্যাকাশ হয়ে পশ্চিম দিগন্তে অস্ত যায়। তবে এখানে মনে রাখা দরকার যে প্রতিদিন ঠিক পূর্ব দিকে ওঠে বললে পুরোপুরি ঠিক হবে না। পূর্ব দিক বটে, কিন্তু প্রতিদিন একটু একটু করে সরে আসে। যেমন পৃথিবীর উত্তর গোলার্ধে আমাদের দেশ। এখান থেকে গ্রীষ্মকালে আমরা দেখব সূর্য উত্তর–পূর্ব দিগন্তে উঠছে। এরপর প্রতিদিন ক্রমেই একটু একটু করে দক্ষিণ–পূর্ব দিকে সূর্যোদয় ঘটবে। শীতকালে অনেকটা দক্ষিণ–পূর্ব কোণে সূর্য উঠবে।