বারমুডা ট্রায়াঙ্গেলে সব হারিয়ে যায় কেন

প্রশ্ন: বারমুডা ট্রায়াঙ্গলে গেলে সবকিছু হারিয়ে যায় কেন?

রিফাত তানভীর, দশম শ্রেণি

উত্তর: বারমুডা ট্রায়াঙ্গল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অংশ। এর সীমানা ঠিক নির্দিষ্ট নয়, একেকজন একেকভাবে বলেন। বলা হয়, বারমুডা ট্রায়াঙ্গলে গেলে সবকিছু হারিয়ে যায়। কিন্তু এটা একটা প্রচলিত গল্প মাত্র। ১৯৭৪ সালে প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গল নামের বইটি এই অঞ্চলের এই নাম এবং এখানে সবকিছু হারিয়ে যাওয়ার প্রচলিত গল্পের প্রচলন ঘটায়।

বারমুডা ট্রায়াঙ্গলে কিছু জাহাজ বা প্লেন হারিয়ে যাওয়ার ইতিহাস আছে, এটা সত্য। এখানে ঝড়, হারিকেনও হয় প্রচুর। কিন্তু আটলান্টিক মহাসাগরের অন্যান্য অংশের তুলনায় এখানে জাহাজ বা প্লেন হারিয়ে যাওয়ার পরিমাণ বেশি নয়; বরং আটলান্টিক মহাসাগরের সবচেয়ে ব্যস্ত অংশগুলোর একটি এই বারমুডা ট্রায়াঙ্গল। প্রতিদিন প্রচুর জাহাজ ও প্লেন বারমুডা ট্রায়াঙ্গলের ওপর দিয়ে চলাচল করে। ২০১৩ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের গবেষণা অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি সমুদ্রপথের তালিকা করা হলে তার মধ্যে বারমুডা ট্রায়াঙ্গল থাকবে না।

উত্তর দিয়েছেন আবিদুর রহমান, ইন্টার্ন চিকিৎসক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা

* লেখাটি বিজ্ঞানচিন্তার ডিসেম্বর ২০২৩ সংখ্যায় প্রকাশিত