আচ্ছা আমরা তো সব সময় গ্লোব দেখছি, জানছি যে পৃথিবী গোল। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, গোল না হয়ে চৌকোনা বা ত্রিভুজাকারও তো হতে পারত? কেন অন্য রকম হলো না?
এটা বোঝার জন্য আমরা একদম মহাবিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের মুহূর্তে ফিরে যাব। তখন প্রচণ্ড বিস্ফোরণের পর বিভিন্ন দিকে ব্যাপকসংখ্যক কণা ছড়িয়ে পড়তে থাকে। এদের মধ্যে মনে করি দুটি কণার কথা। এরা মহাকর্ষ বলের কারণে একে অপরের কাছাকাছি আসতে থাকে। কাছাকাছি আসতেই এরা একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহগুলোও পৃথিবীর চারপাশে এভাবেই ঘোরে। যখন আরও কণা এভাবে জড়ো হয়ে ঘুরতে থাকে, তখন তা ক্রমেই বিশাল আকার ধারণ করে। ঘূর্ণমান বস্তু গোল আকার ধারণ করে বলেই পৃথিবী গোল। আমরা বলতে পারি, মহাকর্ষ শক্তিই পৃথিবীকে গোলাকার রূপ দিয়েছে। কারণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল চারপাশের কণাগুলোকে কেন্দ্রের দিকে টেনে রাখে। ফলে সে গোল আকার ধারণ করে। একইভাবে মহাশূন্যের অন্যান্য গ্রহ-উপগ্রহ গোলাকার। তাদের অন্য কোনো আকার ধারণ করা সম্ভব নয়।