প্রশ্ন :
শীতকালে কুয়াশা সৃষ্টি হয় কেমন করে? গ্রীষ্মকালে কুয়াশা দেখা যায় না কেন?
গরম বাতাসের জলীয় বাষ্প ধারণক্ষমতা বেশি, ঠান্ডা বাতাসের কম। শীতকালে সারা দিন সূর্যরশ্মির তাপে মাটি ও বাতাস গরম হয় এবং বেশি জলীয় বাষ্প ধারণ করে। সন্ধ্যার পর বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে আসে। তখন বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসের ধুলাবালুর সঙ্গে মিশে কুয়াশার আকার ধারণ করে। কিন্তু গ্রীষ্মকালে বাতাস গরম থাকে। তাই তার জলীয় বাষ্প জমাট বাঁধার সুযোগ নেই।
শায়লা তাসনীম সিদ্দিকা, এসএসসি পরীক্ষার্থী, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চবিদ্যালয়, গাজীপুর