চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে চলে গেলে কী হবে

প্রশ্ন :

চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে চলে গেলে কী হবে?

আসল সমস্যা দেখা দেবে জোয়ার-ভাটা নিয়ে। চাঁদ ও পৃথিবী পারস্পরিক আকর্ষণ-বিকর্ষণের একটি মিলিত আপাত স্থিতাবস্থায় রয়েছে। পূর্ণিমা-অমাবস্যার একটি বিশেষ প্রভাব পৃথিবীর ওপর রয়েছে। এসব ক্ষেত্রে পরিবর্তনের ফলে বর্তমান দিন-রাতের সমন্বিত আবহমণ্ডল বদলে যাবে। এর প্রভাব পৃথিবীর প্রাণবৈচিত্র্যের ওপর পড়বে।

রিয়াদ রহমান, সপ্তম শ্রেণি, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাবনা