গঙ্গাফড়িংয়ের তীব্র শব্দ সত্ত্বেও তাকে খুঁজে বের করা শক্ত কেন?

প্রশ্ন :

গঙ্গাফড়িংয়ের তীব্র শব্দ সত্ত্বেও তাকে খুঁজে বের করা শক্ত কেন?

গঙ্গাফড়িং একটু বড় ধরনের, সুন্দর রঙিন দেখতে একধরনের পতঙ্গ। একে সংক্ষেপে ফড়িংও বলা হয়। এর দুই পাশে দুটি করে চারটি পাখা। মাথা একটু বড় এবং সে চারপাশে মাথা ঘুরিয়ে দেখতে পারে। তা ছাড়া এর পুঞ্জীভূত চোখ একই সঙ্গে ৩৬০ ডিগ্রি কোণে, অর্থাৎ চারদিক দেখতে পারে। এর পর্যবেক্ষণ ক্ষমতাও অনেক বেশি।

প্রশ্ন হলো, একে খুঁজে বের করা কঠিন কেন। এখানে বলা দরকার, সাধারণত বাগানে বা বনের ঝোপঝাড়ে গঙ্গাফড়িং দেখা যায়। অবশ্য আজকাল নগরায়ণ বাড়ছে। বন ও ঝোপঝাড় কেটে লোকালয় ও শিল্পকারখানা গড়ে উঠছে। জলবায়ু পরিবর্তনের ফলেও প্রাণিজগতে এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই অনেক পতঙ্গ প্রজাতির প্রাণী বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এই সব প্রতিকূলতার কারণে গঙ্গাফড়িং খুঁজে পাওয়া কঠিন হলে অবাক হওয়ার কিছু নেই। তবে প্রশ্নটা অন্যদিক থেকে করা হয়েছে। প্রশ্ন, গঙ্গাফড়িংয়ের তীব্র শব্দ সত্ত্বেও তাকে খুঁজে বের করা শক্ত কেন? এর উত্তরে বলা যায়, গঙ্গাফড়িংয়ের তীব্র শব্দে এর অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা করা তো নিশ্চয়ই শক্ত নয়। এরপর তাকে খুঁজে বের করা বা ধরতে যাওয়ার চেষ্টা করলেই সেই ফড়িং টের পেয়ে যাবে যে তার বিপদ আসছে। কারণ, সে তো একসঙ্গে চারদিকে দেখতে পারে। আবার মাথাও চারপাশে সহজে ঘোরাতে পারে। তাই বিপদের মুখে পড়ার আগেই সে চম্পট দেয়। হয়তো সে জন্যই গঙ্গাফড়িং খুঁজে বের করা শক্ত।

আতিক হাসান, টেপিবাড়ী উচ্চবিদ্যালয়, ভূঞাপুর, টাঙ্গাইল।