প্রশ্ন:
চৌম্বক শক্তিকে কি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়?
চৌম্বক শক্তিকে অবশ্যই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তামা বা এলুমিনিয়ামের ইলেক্ট্রনগুলো কিছুটা শিথিলভাবে থাকে। তাই কোনো চুম্বকের চারপাশে যদি এ ধরনের ধাতব পদার্থের তারের কুণ্ডলি চক্রাকারে ঘোরানো হয় অথবা কোনো তারের কুণ্ডলির চারপাশে একটি চুম্বক ঘোরানো হয়, তাহলে তারের কুণ্ডলির মধ্য দিয়ে ইলক্ট্রন প্রবাহ সৃষ্টি হয় যা বিদ্যুৎ শক্তি হিসাবে আমরা ব্যবহার করি। আমাদের দেশে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য চৌম্বক ক্ষেত্রে টারবাইন ঘুরিয়ে পানি প্রবাহের গতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়।
প্রশ্নটি করেছেন চট্টগ্রামের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের মাঈনুল ইসলাম মাহির