টিভির রিমোটের আলো মোবাইলের ক্যামেরায় ধরা পড়ে কেন?

প্রশ্ন :

টিভির রিমোটের আলো খালি চোখে দেখা না গেলেও মোবাইলের ক্যামেরায় তা ধরা পড়ে কেন?

খুবই বুদ্ধিদীপ্ত প্রশ্ন। সাধারণত আমরা বিষয়টি খেয়ালই করি না। আমরা টিভি রিমোট ব্যবহার করি, কিন্তু অনেকেই জানি না কীভাবে এটি কাজ করে। রিমোট কন্ট্রোলের সামনের দিকে একটি আলোকরশ্মি বের হওয়ার ব্যবস্থা থাকে। এখান দিয়ে ইনফ্রারেড আলোকরশ্মির তরঙ্গের মাধ্যমে সংকেত টিভির নির্দিষ্ট রিসিভারে যায় এবং সংকেত অনুযায়ী কাজ করে। ইনফ্রারেড আলোকরশ্মি আমাদের চোখে দেখা যায় না। কিন্তু স্মার্টফোন প্রযুক্তি তার ক্যামেরায় এই রশ্মি দেখতে পায়। সে এই রশ্মির সংকেতকে দৃশ্যমান আলোকরশ্মিতে রূপান্তরিত করে, যা মোবাইলের স্ক্রিনে দেখা যায়। তাই টিভি রিমোটের অদৃশ্য সংকেতরশ্মি আমাদের চোখে ধরা না পড়লেও স্মার্টফোনের ক্যামেরায় ধরা পড়ে। আধুনিক প্রযুক্তি এটা সম্ভব করেছে।

মিসবাহ হাসান, সপ্তম শ্রেণি, পীরগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর