প্রশ্ন :
চুল ও নখ কাটলে ব্যাথা লাগেনা কেন?
প্রশ্নটা প্রথমে জটিল মনে হয়, কিন্তু উত্তর খুব সহজ। কঠিন এ জন্য যে, সামান্য চিমটি কাটলে যেখানে আমরা ব্যথায় চেঁচিয়ে উঠি, সেখানে নেইল কাটারে নখ কাটলে বা কাঁচি দিয়ে চুল কাটলে টেরও পাই না, এ তো নিশ্চয়ই রহস্যজনক। আসল ব্যাপারটা হলো কাটা–ছেঁড়ার সঙ্গে ব্যথা লাগার ব্যাপারটা বোঝা। চামড়ায় চিমটি কাটলে জীবন্ত কোষগুলো সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খবর পাঠায়, বলে কিছু একটা করো। এভাবে আমরা বুঝতে পারি ব্যথা লাগছে। মস্তিষ্ক তখন যথাস্থানে খবর পাঠায়, চিমটি কাটা বন্ধ করার ব্যবস্থা নাও। এইসব তৎপরতার মধ্য দিয়ে আমাদের ব্যথার অনুভূতিটা স্পষ্ট হয়। কিন্তু নখের বাড়তি অংশ ও চুলে কোনো জীবন্ত কোষ থাকে না। ফলে এগুলো কাটাছেঁড়া করলে মস্তিষ্কে খবর যায় না, আমরাও ব্যথার অনুভূতি পাই না, মানে ব্যথা পাই না। কিন্তু যদি চুল ধরে টানি, বা নখ কাটার সময় গভীরে বা ভেতরের দিকে কেটে ফেলি, তাহলে ব্যথা পাই, কারণ চুলের গোড়ায় মাথার ত্বকে বা নখের ভেতরের জীবন্ত অংশের কোষগুলো ব্যথার খবর যথারীতি মস্তুষ্কে পাঠায়।