মহাকাশে গিয়ে হাতের গ্লাভস খুলে ফেললে হাতের কী অবস্থা হবে?

প্রশ্ন :

যদি কোনো মানুষ মহাকাশে গিয়ে তার হাতের গ্লাভস খুলে ফেলে, তাহলে তার হাতের কী অবস্থা হবে?

হাতের বারোটা বাজবে, সেই সঙ্গে জীবন বিপন্নও হতে পারে। মহাকাশযাত্রীরা হাত গ্লাভসে শুধু নয়, পুরো শরীর ঢেকে রাখে স্পেস স্যুটে। মুখে থাকে বিশেষ হেলমেট। এটা দরকার, কারণ, মহাশূন্যে বায়ুমণ্ডল নেই। কিন্তু শরীরের ভেতরে রক্ত চলাচল ও অন্যান্য প্রক্রিয়ার জন্য বহির্মুখী চাপ থাকে। এই চাপ সমন্বয়ের জন্য পুরো শরীরের ভেতর অনুকূল চাপ-তাপ-আবহাওয়া তৈরি করে স্পেস স্যুট। হাতের গ্লাভস এরই একটি অংশ। যদি গ্লাভস খুলে বাইরে মহাশূন্যে বেড়াতে কেউ বের হন, তাহলে আঙুলের সব শিরা-ধমনি ফেটে রক্তক্ষরণ শুরু হবে। এর প্রভাব পড়বে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গে। জীবন বিপন্ন হবে। তা ছাড়া যদি সূর্যের আলো সরাসরি হাতে লাগে, তাহলে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যেতে পারে।