চোখে না দেখলেও স্বপ্ন দেখি কীভাবে

সাধারণত যাঁরা চোখে দেখেন না, তাঁদের অনেকে রাতে স্বপ্ন দেখেন। এমন অনেক মানুষ আছেন, যাঁরা হয়তো জন্মান্ধ নন, তবে কিছু বছর পর হয়তো দৃষ্টিশক্তি হারিয়েছেন। এমন মানুষেরা কিন্তু স্বপ্ন দেখেন। পুরোনো স্মৃতি তাঁদের সাহায্য করে। তবে অন্য অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখেন। হয়তো কথা শুনে ও স্পর্শানুভূতি কাজে লাগিয়ে তাঁদের পক্ষে স্বপ্ন দেখা সম্ভব। কিন্তু সেটাকে পুরোপুরি স্বপ্ন বলা যায় না। বিভিন্নজনের কাছ থেকে শুনে ও বুঝে তাঁদের পক্ষে একধরনের স্বপ্ন দেখা সম্ভব।

*লেখাটি ২০২৩ সালে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায় প্রকাশিত