প্রশ্ন :
হাসনাহেনা ফুলের সুগন্ধ রাতে পাওয়া যায় কেন?
খুব সহজ ব্যাপার। হাসনাহেনা ফুল ফুল ফোঁটা শুরুই হয় সূর্যাস্তের পর, সন্ধ্যাবেলা। আর আপনি তার গন্ধ পেতে চান দিনের বেলা? এটা কি সুবিচার হলো? বেচারা দিনের বেলা হাত–পা গুটিয়ে নিজেকে ঢেকে রাখে, আর আপনি ওর কাছে চাইবেন সুগন্ধ? না, না, সেটা হবে না। আসলে কিছু কিছু ফুল রাতে ফোটে। আমরা সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে যখন কাহিল হয়ে পড়ি, তখন এইসব সান্ধ্য ফুল আমাদের মনে নতুন প্রাণের সঞ্চার করে তাদের সুগন্ধ দিয়ে। এ রকমই একটা ফুল হাসনাহেনা।