প্রশ্ন :
বায়ুমণ্ডলের কারণে আমরা সূর্যকে দেখতে পাই। কিন্তু রেডিও বা এক্স-রে ক্যামেরা ছাড়া মহাকাশে সূর্যের ছবি তোলা কি সম্ভব?
মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় সূর্যরশ্মি সরাসরি আরও তীব্রভাবে চোখে এসে পড়ে। তাই সাধারণ ক্যামেরায় সূর্যের ছবি তোলা কঠিন। কিন্তু আমরা জানি, হাবল স্পেস টেলিস্কোপের উন্নত ধরনের ক্যামেরার সাহায্যে নাসা সূর্যের ছবি নিয়েছে। মহাকাশচারীরা টেলিস্কোপে বিশেষ ধরনের ফিল্টার ব্যবহার করে সূর্যের ছবি নেয়। নাসা ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি যে মহাকাশযান মহাশূন্যে প্রেরণ করে, তা ওই বছর জুনের মাঝামাঝি সময়ে সূর্যের সবচেয়ে কাছাকাছি যায় এবং এযাবৎকালের সবচেয়ে ভালো সূর্যের ছবি তোলে।
জোবায়ের আবদুল্লাহ, মেলান্দাহ উমির উদ্দিন পাইলট হাইস্কুল, জামালপুর