বিজ্ঞানচিন্তা :
আমি যদি প্রায় আলোর গতিতে শুধু ৫০০ ফুট চলি তাহলে কী হবে?
কোন বস্তুর পক্ষে আসলে আলোর গতিতে চলা সম্ভব না। কাজেই ৫০০ ফুট তো দূরের কথা, আপনি ১ ফুটও আলোর গতিতে চলতে পারবেন না। আলোর গতিতে চলাচল করতে পারে কেবল ফোটন। ফোটন হচ্ছে আলোর কণা। স্থির অবস্থায় এর ভর শূন্য। ব্যাপারটা আপেক্ষিক ভরবেগের সমীকরণ থেকে ব্যাখ্যা করা যায়।
এখানে p হচ্ছে কোন একটা বস্তুর আপেক্ষিক ভরবেগ, m0 হচ্ছে স্থির অবস্থায় বস্তুটির ভর এবং v হচ্ছে বস্তুটির বেগ। সমীকরণটি থেকে বোঝা যাচ্ছে, বস্তুটির বেগ (v) যদি আলোর বেগের (c) সমান হয়, তাহলে বস্তুটির আপেক্ষিক ভরবেগ (p) কিন্তু অনির্ণেয় হয়ে যাবে। আর বস্তুটির বেগ যদি আলোর বেগ থেকে বেশি হয়, তাহলে ভরবেগ দাঁড়াবে একটি জটিল সংখ্যা। বাস্তবে কোন বস্তুর ভরবেগ কিন্তু জটিল সংখ্যা হতে পারে না। কাজেই বুঝতেই পারছেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আলোর বেগে আপনি মোটেই চলতে পারবে না। তবে আলোর বেগের কাছাকাছি বেগে আপনি চলতে পারবেন। সেক্ষেত্রে সময় ধীর হয়ে যাওয়া কিংবা দৈর্ঘ্য সংকোচনের মতো ব্যাপারগুলো ঘটতে থাকবে। আর আপনার ভরবেগ হয়ে যাবে অনেক অনেক বেশি।
*লেখাটি ২০১৭ সালে বিজ্ঞানচিন্তার জুলাই সংখ্যায় প্রকাশিত