ভর ও ওজনের মধ্যে পার্থক্য

পাঠকের প্রশ্ন :

ভর ও ওজনের মধ্যে পার্থক্য কী?

আপনি যদি লিফটে খুব দ্রুত নামতে থাকেন তাহলে আপনার মনে হবে ওজন কমে গেছে। যদি মহাশূন্যে গিয়ে ভেসে বেড়ান তখন আপনার ওজন শূন্য হয়ে যাবে। কিন্তু এর প্রতিটি ক্ষেত্রে আপনার দেহের ভর একই থাকবে। এর মানে কী? মানে হলো ভর হলো কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। কিন্তু ওজন হলো সেই বস্তুর ওপর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ। একই বস্তুর ওজন ঢাকায় যা, এভারেস্টচূড়ায় তার চেয়ে অনেক কম। কারণ, সেখানে ওই বস্তুর ওপর মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম।

ইসমত জারিন, অষ্টম শ্রেণি, পুলিশ লাইনস স্কুল, খাগড়াছড়ি

*লেখাটি ২০১৭ সালে বিজ্ঞানচিন্তা সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত