শীতকালেই কেন পরিযায়ী পাখি দেখা যায়?

প্রশ্ন :

শীতকালেই কেন পরিযায়ী পাখি দেখা যায়? অন্য সময় কেন নয়? 

আমাদের দেশ পৃথিবীর উত্তর গোলার্ধে। শীতকালে এখানে মূলত আরও উত্তরের দেশ থেকে পাখিরা দল বেঁধে আমাদের দেশে আসে। এদের বলা হয় পরিযায়ী। এরা আবার গ্রীষ্মকালে চলে যায়। এই পরিযায়ী পাখি আসার মূল কারণ খাদ্য সংগ্রহ। আমাদের দেশের আরও উত্তরে রাশিয়া, সাইবেরিয়া প্রভৃতি অঞ্চলে শীতের সময় চারদিক বরফে ঢাকা পড়ে, তাপমাত্রা শূন্যের নিচে ৫০–৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এ অবস্থায় সেখানে পাখিদের খাওয়ার প্রচণ্ড অভাব দেখা দেয়। তাই সেখান থেকে দল বেঁধে পাখিরা আমাদের মতো দেশে আসে মূলত খাদ্যের সন্ধানে। ওদের ওখানে প্রচণ্ড শীতের জন্য নয়। শীতে ওদের তেমন সমস্যা হয় না। কারণ, ওরা শীতের আবহাওয়ায় থাকতেই অভ্যস্ত। আমাদের দেশের আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও হাওর, নদী, বিল বা লেকে ওরা মাছ পায়। আবার গাছপালার ডালে ডালে কিছু লতাপাতাও খায়। গাছের বাকলের ভেতর থেকে নানা রকম পোকা বের করে খায়। কিন্তু বসন্তে ওরা আবার উত্তরে চলে যায়। কারণ, সেখানে তখন তাদের খাবারের সমস্যা হয় না। পরিযায়ী পাখিদের প্রতি আমাদের আচরণ হতে হবে খুব নমনীয়। পাখি মারা যাবে না। বিভিন্ন লেক, হাওর ও নদীতে অবাধ বিচরণের ব্যবস্থা তাদের আকৃষ্ট করবে। কিন্তু যদি আমরা পাখি শিকার করি, তাহলে কালক্রমে ওরা সরে যাবে, আমাদের দেশে আর আসবে না। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে।

জয় সাহা, পঞ্চম শ্রেণি, চাইল্ড ফেয়ার একাডেমি, সাভার, ঢাকা