মাইক্রোস্কোপে ছোট জিনিস বড় দেখায় কীভাবে

মাইক্রোস্কোপ

পাঠকের প্রশ্ন :

আলোর প্রতিসরণের সাহায্যে মাইক্রোস্কোপে ছোট জিনিস বড় ও পরিষ্কার দেখা যায় কীভাবে?

সাধারণ মাইক্রোস্কোপে থাকে উভ-উত্তল (বাই-কনভেক্স) লেন্স। এর বৈশিষ্ট্য হলো, কোনো বস্তু থেকে আলো সমান্তরালরেখায় এসে লেন্সের মধ্য দিয়ে বের হয়ে বাঁকা হয়ে আমাদের চোখে পৌঁছায়। ফলে মনে হয়, আলোকরশ্মি অনেক বড় বস্তু থেকে আসছে। সাধারণ ম্যাগনিফায়িং গ্লাসও একধরনের মাইক্রোস্কোপ। তবে আধুনিক মাইক্রোস্কোপ অনেক বেশি জটিল ও ছোট জিনিস অনেক বড় ও সুন্দর দেখায়।

ইসমাইল খান, নবম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা