প্রশ্ন :
শীত ও গরম কি পৃথিবীর বার্ষিক গতির ওপর নির্ভর করে?
এখানে জানা দরকার যে শীত ও গরম বলতে দুটি ঋতুকে বোঝানো হচ্ছে কি না। অর্থাৎ শীতকাল ও গরমকাল। যদি তা-ই হয়, তাহলে এই দুই ঋতুর পার্থক্য মূলত নির্ভর করে পৃথিবীর বার্ষিক গতির ওপর। সূর্য প্রদক্ষিণের সময় উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে হেলে থাকে, তখন সেখানে গরমকাল এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে বলে সেখানে শীতকাল। মার্চ-এপ্রিল মাসে উত্তর গোলার্ধে মোটামুটি গরমকাল এবং ডিসেম্বর-জানুয়ারির দিকে শীতকাল। বছরের যে সময় পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন সেখানে গরমকাল এবং এর বিপরীতে উত্তর গোলার্ধে শীতকাল। আমাদের দেশে শীত ও গরমের মধ্যে অবশ্য বসন্ত, বর্ষা, শরৎ ও হেমন্তকাল থাকে। এই ঋতুগুলোকে শীত ও গরমকালের মধ্যে উত্তরণকালীন পর্যায় হিসেবে বিবেচনা করা চলে।