রক্তের রং লাল ছাড়া অন্য বর্ণের হতে পারে?

প্রশ্ন :

রক্তের রং লাল ছাড়া অন্য বর্ণের হতে পারে কি? হলে কেন হয় এবং এর উপকারিতা কী?

মানুষের রক্ত স্বাভাবিক অবস্থায় লাল। রক্তের হিমোগ্লোবিনের রং লাল বলে রক্ত লাল। হিমোগ্লোবিনের প্রোটিনের উপাদানগুলোর একটি হলো হিমস (hemes)। এরা আয়রন পরমাণুর সঙ্গে যুক্ত হয় এবং তখন সে নিজের সঙ্গে অক্সিজেন যুক্ত করে। আয়রন ও অক্সিজেনের সঙ্গে ক্রিয়া–প্রতিক্রিয়ায় রক্ত লাল রং ধারণ করে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। রক্তে যত বেশি অক্সিজেন থাকে, তত বেশি লাল হয়। হার্ট থেকে বেরিয়ে ধমনির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় রক্ত সবচেয়ে বেশি লাল থাকে। কিন্তু যখন দেহকোষে অক্সিজেন দিয়ে কার্বন ডাই–অক্সাইডসমৃদ্ধ রক্ত শিরার মধ্য দিয়ে অক্সিজেন গ্রহণের জন্য ফুসফুসে ফিরে আসে, তখন ত্বকের ভেতরের রক্ত অনেকটা নীলচে দেখায়। মানুষের রক্ত লাল। তবে টিকটিকি, অক্টোপাস প্রভৃতি প্রায় ১৩ ধরনের প্রাণীর রক্তের রং নীল বা সবুজ।