বুমেরাং কীভাবে কাজ করে?
উত্তর: অস্ট্রেলিয়ার আদিবাসীরা পাখি শিকারের জন্য বুমেরাং ব্যবহার করত। এখন অবশ্য এর তেমন ব্যবহার নেই। এটা হলো কাঠের তৈরি কিছুটা বাঁকানো একটি অস্ত্র। আকাশে উড়ছে, এমন কোনো পাখি লক্ষ্য করে ছুড়ে মারা হয়। যদি সেটা পাখির গায়ে না লাগে, তাহলে ঘুরতে ঘুরতে সেটা আবার শিকারির কাছে ফিরে আসে। কাঠের অস্ত্রটি হিসাব করে একটি বিশেষ কোণে বাঁকা করে তৈরি। আকাশে ছুড়ে দিলে সেটা ঘুরতে ঘুরতে যায় এবং প্রতিমুহূর্তে বাতাসের সঙ্গে কৌণিকভাবে সংঘর্ষে দিক পরিবর্তন করতে থাকে। লক্ষ্যভ্রষ্ট হলে ঘুরতে ঘুরতে ফিরে আসে। রাজনীতিতে বুমেরাং শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। যদি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিশেষ কোনো কৌশল ব্যর্থ হয়ে নিজেকেই আঘাত করে, তাহলে তাকে বুমেরাং হিসেবে আখ্যায়িত করা হয়।
প্রশ্ন করেছেন ক্যচিংহ্লা মারমা, দশম শ্রেণি, তবলছড়ি কদমতলী উচ্চবিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
